Bike Loan

40 হাজারে মাইলেজের ফুল ডোজ! নস্টালজিয়া উস্কে ফিরছে TVS XL 100

tvs-xl-100-price

TVS গত কয়েক দশক ধরে ভারতীয় বাজারে সফলভাবে ব্যবসা করছে। TVS আজ বিশ্বস্ত একটি কোম্পানি। এই কোম্পানি ভালো কোয়ালিটির মোপেড লঞ্চ করার জন্য খ্যাতি লাভ করেছে। এই কোম্পানির মোপেডের দামও খুব কম। দাম কম হলেও মাইলেজ আর ফিচার্স যথেষ্ট ভালো। জেনে নিন বিস্তারিত।

40 হাজার টাকারও কমে নতুন মোপেড নিয়ে হাজির হয়েছে TVS। TVS XL 100 দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। এই বাইকে নতুন আপডেট চলে এসেছে।

   

TVS XL 100 বাইকের ইঞ্জিন

এই বাইকে 99.7cc-র এয়ার কুল্ড BS6 সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 4.4 PS শক্তি ও 6.5 Nm টর্ক উৎপাদন করে। TVS XL 100 প্রতি লিটারে 80 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

TVS XL 100: ডিজাইন ও স্পেসিফিকেশন

এই বাইকের ডিজাইন আগেও বেশ আকর্ষণীয় ছিল। তবে এবার নতুন রেট্রো লুক যু্ক্ত করার জন্য TVS XL 100 আরও বেশি নজরকাড়া হয়ে উঠেছে। এই বাইকে নতুন হ্যান্ডেলবার আর গোলাকার হেডল্যাম্প দেওয়া হয়েছে। এতে ক্রোম ফিনিশ রাখা হয়েছে। এছাড়া রয়েছে আরামদায়ক সিট। এই বাইক এবার একাধিক রঙের অপশনে আপনারা কিনতে পারবেন। এছাড়া আন্ডার সিট স্টোরেজ ও বেশকিছু ফিচার TVS XL 100-এ পেয়ে যাবেন।

TVS XL 100 মোপেড বাইকের দাম

কম বাজেটের মধ্যে মধ্যবিত্ত গ্রাহকদের জন্য দারুন একটি বিকল্প হতে চলেছে TVS XL 100। এছাড়া এই বাইকের সাহায্যে আপনারা জিনিস ডেলিভারিও করতে পারবেন। এই মোপেড বাইকের এক্স শোরুম দাম 39 হাজার 990 টাকা।