KTM একটি অস্ট্রিয়ান মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি সাধারণত হাই-পারফরম্যান্স বাইক লঞ্চ করে থাকে। 2024 সালে ভারতীয় মার্কেটে এই কোম্পানি একাধিক নতুন মডেল লঞ্চ করতে চলেছে। এই ভেরিয়েন্টগুলি নতুন রাইডারদের চাহিদা পূরণ করবে। এছাড়া এতে থাকবে মিড রেঞ্জের কয়েকটি মডেল। জেনে নিন বিস্তারিত।
KTM তার আসন্ন লঞ্চের মধ্যে দিয়ে টু-হুইলার মার্কেটের বিভিন্ন সেগমেন্টকে ক্যাপচার করতে চাইছে। বর্তমানে ভারতীয় বাজারে হাই-পারফর্মেন্স বাইকের চাহিদা কিন্তু বেশ ভালই। আর এই সুযোগটি কাজে লাগাতে চাইছে KTM।
KTM-র নতুন বাইকের তালিকা (2024 KTM New Bikes)
KTM 650 Duke
এটি একটি মিডেল ওয়েট মোটরসাইকেল। 2025 সালের শেষের দিকে এটি ডেবিউ করতে পারে। আর 2026 সালের প্রথম দিকে মার্কেটে লঞ্চ হয়ে যেতে পারে এটি। এই বাইকে 650cc থেকে 690cc -র মধ্যে প্যারালাল টুইন মোটর থাকবে। এটি 80 bhp -র কাছাকাছি শক্তি জেনারেট করবে। এখনও পর্যন্ত সঠিক দাম নির্ধারণ করা হয়নি। তবে KTM 650 Duke মডেলটি সম্ভবত Kawasaki Z650 আর Triumph Trident 660 -র সাথে প্রতিযোগিতা করবে।
2024 KTM 125 Duke
2024 এর আগস্ট মাসে KTM 125 Duke নতুন আপডেট সহ লঞ্চ হতে চলেছে। এই বাইকে 125cc -র BS6-2.0 ইঞ্জিন থাকবে। যা 14.7 bhp শক্তি উৎপাদন করবে। এই মডেলের ডিজাইনে নতুন আপডেট আনা হয়েছে। KTM 125 Duke বাইকের নতুন হেডলাইট সেটআপ, লম্বা ফুয়েল ট্যাঙ্ক আর মসৃণ বডি প্যানেলের কারণে এই মডেলের আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এই বাইকের দাম 2 লাখ টাকার আশেপাশে রাখা হবে।
2025 KTM 390 Adventure
2025 -এর প্রথম দিকে KTM 390 Adventure লঞ্চ হতে পারে। এই বাইকে 399cc ইঞ্জিন সেট-আপ রাখা হয়েছে। যা 45.3 bhp শক্তি ও 39 Nm টর্ক উৎপাদন করবে। এই বাইকের স্লিম রেয়ার প্রোফাইল, সেমি ফেয়ারিং আর হাই সেট ফ্রন্ট ফেন্ডার বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বাইকটির সম্ভাব্য দাম 3.5 লাখ টাকা থেকে 3.7 লাখ টাকার মধ্যে।