Bajaj Platina 110: ভারতীয় বাজারে Bajaj Auto-র ডিমান্ড কিন্তু বেশ ভালই চোখে পড়ে। এই কোম্পানি সাধারণ বাইকের পাশাপাশি লাক্সারি আর স্পোর্টি লুকের বাইকও বিক্রি করে থাকে। এই কোম্পানির বেশিরভাগ গাড়ি গ্রাহকদের বিশেষ পছন্দের। আর সেগুলির মধ্যে থেকেই অন্যতম হলো Bajaj Platina 110।
এই বাইকের কয়েকটি ভেরিয়েন্ট ভারতীয় বাজারে উপলব্ধ আছে। বাজেট ফ্রেন্ডলি দামে ভালো মাইলেজের নতুন বাইক কিনতে চাইলে Bajaj Platina 110-এর কথা ভেবে দেখতে পারেন। এতে ভালো মাইলেজের পাশাপাশি ঝাক্কাস ফিচার্স আছে। জেনে নিন বিস্তারিত।
Bajaj Platina 110 বাইকের ইঞ্জিন ও মাইলেজ
Bajaj Auto -র এই বাইকে 110cc-র 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 8.4 bhp শক্তি ও 9.81 Nm টর্ক উৎপাদন করে থাকে। এছাড়া Bajaj Platina 110 বাইকে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। এটি প্রতি লিটারে 80 কিলোমিটার মাইলেজ দেয়।
Bajaj Platina 110-র ঝাক্কাস ফিচার্স
এই বাইকে এডভান্স ফিচার রয়েছে। এতে আপনাদের সুবিধার জন্য লম্বা সিটের পাশাপাশি রয়েছে চওড়া পিলিয়ন ফুটরেস্ট আর টিউবলেস টায়ার। এছাড়া এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সুবিধা রয়েছে। Bajaj Platina 110 বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম, সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, হ্যালোজেন হেডলাইট ও LED DRL রয়েছে।
Bajaj Platina 110 বাইকের দাম
দুর্দান্ত মাইলেজের এই বাইকটির এক্স শোরুম দাম 70 হাজার 400 টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানেও এটি কিনতে পারবেন।