Royal Enfield Hunter 350: Royal Enfield বিখ্যাত একটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি সাধারণত স্পোর্টস বাইক লঞ্চ করে থাকে। প্রিমিয়াম কোয়ালিটির মডেল হওয়ার কারণে বাইকগুলির দাম মধ্যবিত্ত মানুষের সাধ্যের বাইরে থাকে। তাই অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও কেনা হয়ে ওঠে না। তবে এখন আর চিন্তা নেই। Royal Enfield নিয়ে এসেছে দারুন অফার। 30 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন Royal Enfield Hunter 350।
ভারতীয় বাজারে Royal Enfield Hunter 350 একটি বিখ্যাত মডেল। এতে শক্তিশালী ফিচারের পাশাপাশি দুর্দান্ত ফিচার্স রয়েছে। আপনিও যদি বুলেটের মতো বাইক কিনতে চান তবে Royal Enfield Hunter 350 কিনতে পারেন।
Royal Enfield Hunter 350 মডেলের ইঞ্জিন
এই বাইকে 349cc -র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 6,100 rpm -এ 20.2 bhp শক্তি ও 4,000 rpm -এ 27 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। প্রতি লিটারে 36 কিলোমিটার মাইলেজ দিতে পারে Royal Enfield Hunter 350। এছাড়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ 114 কিলোমিটার বেগে ছুটতে পারে। এতে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে।
Royal Enfield Hunter 350 বাইকের ফিচার্স
এই বাইকে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল রয়েছে। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল টেকো মিটার, ডবল ট্রিপমিটার, ফুয়েল গেজ, গিয়ার ইন্ডিকেটর, স্ট্যান্ড অ্যালার্ম সহ বেশকিছু ফিচার রয়েছে।
Royal Enfield Hunter 350-র দাম
ভারতীয় বাজারে Royal Enfield Hunter 350 -র তিনটি ভেরিয়েন্ট উপলব্ধ আছে। এই বাইকের এক্স শোরুম মূল্য 1 লাখ 74 হাজার 172 টাকা থেকে 2 লাখ 10 হাজার 80 টাকার মধ্যে।
Royal Enfield Hunter 350 এর ফাইন্যান্স প্ল্যান
দিল্লিতে Royal Enfield Hunter 350-এর দাম 1 লাখ 73 হাজার 111 টাকা। আপনারা 30 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি কিনতে পারবেন। তাহলে 3 বছরের জন্য প্রতি মাসে 5 হাজার 46 টাকা EMI দিতে হবে।