Bajaj Auto লঞ্চ করতে চলেছে তাদের নতুন Pulsar NS400। লঞ্চের তারিখও ঘোষণা করে দিয়েছে কোম্পানি। এই মাসে লঞ্চের কথা থাকলেও, কিছু কারণবশত তারিখ পরিবর্তন করতে বাধ্য হয়েছে কোম্পানি। নতুন করে কবে লঞ্চ হবে Bajaj Pulsar NS400? জেনে নিন আজকের প্রতিবেদনে।
Bajaj Pulsar NS400 মডেলের ডিজাইন
Bajaj Pulsar NS সিরিজের বাকি মডেলগুলির মতো একই ডিজাইন থাকবে Bajaj Pulsar NS400। এই বাইকে মাস্কুলার বডি ওয়ার্কের সাথে অ্যাংগুলার ডিজাইন লাইন থাকতে পারে। এছাড়া বেশ কিছু নতুনত্ব দেখা যেতে পারে এই বাইকে।
Bajaj Pulsar NS400 বাইকের ফিচার্স
এছাড়া এই সিরিজের অন্যান্য মডেলের থেকে বেশি ফিচারস থাকতে পারে Bajaj Pulsar NS400 -এ। অপরদিকে নতুন Bajaj Pulsar N250 মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্ক্রিন, ABS মোড আর ট্রাকশন কন্ট্রোলের মতো ফিচার দেখার পর আশা করা যাচ্ছে Bajaj Pulsar NS400 -এ এই ধরনের ফিচার যুক্ত হতে পারে। এছাড়া কুইক সিফ্টারের মতো সুবিধা থাকতে পারে এই মডেলে।
Bajaj Pulsar NS400-র ইঞ্জিন
তবে এখনও পর্যন্ত এই নতুন মডেলের টেকনিক্যাল স্পেসিফিকেশন কোম্পানির তরফ থেকে সামনে আনা হয়নি। তবে আশা করা যাচ্ছে, KTM -এর 390cc সেগমেন্টের নতুন বাইকের মতো 399cc লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। তবে এক্ষেত্রে টিউনিং আলাদা হবে। আর Bajaj Pulsar NS400 -এ হয়তো এত শক্তিশালী ইঞ্জিন যুক্ত না করাও হতে পারে।
Bajaj Pulsar NS400 বাইকের দাম
Bajaj Pulsar NS400-এর এক্স শোরুম মূল্য 2 লাখ টাকার আশেপাশে হতে পারে। এই বাইকটি চলতি বছরের 3রা মে লঞ্চ হবে।