Piaggio তাদের নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই কোম্পানি তাদের 2024 রেঞ্জের সমস্ত বড়ো বাইকের লাইন-আপ এপ্রিলে লঞ্চ করবে। 16 ই এপ্রিল, 2024 -এ কোম্পানির তরফ থেকে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে। এদিন সমস্ত হাই-পারফরম্যান্সের সুপার বাইক লঞ্চ করা হবে। জেনে নিন বিস্তারিত।
এই লঞ্চ ইভেন্টে Tuareg -এর ওপর থেকে পর্দা সরানো হবে। এই মডেলটি অফিসিয়ালি লঞ্চ হওয়া এখনও বাকি আছে, আর তার আগেই দাম ফাঁস হয়ে গেছে। অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টের সবথেকে দামি মডেল এটি। Tuareg 660 মডেলে আপনারা 3 টি রঙের অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে দুটি রঙের এক্স শোরুম দাম 18.85 লাখ টাকা আর বাকি 1 টি রঙের এক্স শোরুম দাম 19.16 লাখ টাকা। তৃতীয় রঙটি ডার্ক কালার স্কিমে রাখা হয়েছে।
এই সুপার বাইকের সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী হল-Honda XL750 Transalp, BMW F850GS আর Suzuki V-Strom 800 DE। এই ইতালিয়ান কোম্পানিটি সাধারণত প্রিমিয়াম দামের মধ্যেই মডেল লঞ্চ করে থাকে। তবুও Tuareg 660 -র 18.85 লাখ টাকা অনেকটা বেশি বলেই মনে করা হচ্ছে। এত দামের কারণে বহু বাইক প্রেমী এটি কেনার থেকে পিছিয়ে আসবেন। 2021 সালে Aprilia RS660 প্রথম লঞ্চ করেছিল কোম্পানি। এই মডেলের এক্স শোরুম মূল্য 13.39 লাখ টাকা। লঞ্চের পর থেকে এই মডেল খুব একটা বেশি বিক্রি করতে পারেনি কোম্পানি। মনে করা হচ্ছে, দাম কমানো না হলে Tuareg 660 -ও খুব একটা সফলতা পাবে না।