ভারতীয় বাজারে Yamaha এক স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানি বছরের পর বছর ধরে ভারতে ব্যাবসা করছে। শুধুমাত্র ভারতে নয় বিশ্বের বেশকিছু দেশে এই কোম্পানি নিজেদের পসরা সাজিয়েছে। এই কোম্পানির বাইক ভারতীয় গ্রাহকরা বিশেষভাবে পছন্দ করেন। এবার নতুন বাইক লঞ্চ করেছে Yamaha। আপনারা অল্প EMI তেও বাইকটি কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
ভারতীয় অটোমোবাইল সেক্টরে নতুন মডেল নিয়ে হাজির হয়েছে Yamaha। আকর্ষণীয় ফিচার আর শক্তিশালী ইঞ্জিন সহ চলে এসেছে Yamaha MT 15। এতে স্পোর্টি লুক রাখা হয়েছে। এই বাইক 45 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।
Yamaha MT 15 বাইকের ইঞ্জিন
এই বাইকে 155cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 10,000 rpm -এ 18.4 PS শক্তি ও 7,500 rpm -এ 14.2 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এটি প্রতি লিটারে 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Yamaha MT 15-র ফিচার্স
এই বাইকে আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক, মনোক্রশ সাসপেনশন, ডবল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেক, 17 ইঞ্চির অ্যালয় হুইল, টিউবলেস টায়ার ইত্যাদি রয়েছে।
Yamaha MT 15 বাইকের দাম কত?
Yamaha MT 15 -এর এক্স শোরুম মূল্য 1 লাখ 65 হাজার 400 টাকা। তবে আপনারা নগদে কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর প্রতি মাসে 6 হাজার টাকা করে EMI দিতে হবে। তবে এর থেকে কম সুদেও আপনারা Yamaha MT 15 কিনতে পারবেন। তাহলে আপনাদের 40 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর প্রতি মাসে 12 শতাংশ সুদের হারে 5 হাজার 858 টাকা EMI দিতে হবে। আপনাদের 3 বছরের জন্য এভাবে EMI দিতে হবে।