Bike Loan

Bajaj Platina 110: এক লিটার তেলে 80 কিমি, মাত্র 7 হাজারেই হাতে চাঁদ!

Aindrila Dhani

Published on:

bajaj-platina-110-mileage

মধ্যবিত্ত পরিবারে বাইক কেনার স্বপ্ন অনেক সময় অপূর্ণ থেকে যায়। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের সংসার করার চালাতে গিয়েই পকেটে টান পড়ে। সেখানে দাঁড়িয়ে বাইককে না অনেকের ক্ষেত্রে হাতে চাঁদ পাওয়ার মতো। তবে Bajaj Platina 110 বহু মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ করেছে। এই বাইকে দুর্দান্ত মাইলেজ আর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। বাজেট ফ্রেন্ডলি দামে যাঁরা নতুন বাইক কিনতে চাইছেন, তাঁদের জন্য Bajaj Platina 110 উৎকৃষ্ট একটি দৃষ্টান্ত। জেনে নিন বিস্তারিত।

   

Bajaj Platina 110 তে 115cc ইঞ্জিন রয়েছে। এটি 80 কিলোমিটার মাইলেজ দেয়। এছাড়া এই বাইকে আপনারা একাধিক রংয়ের অপশন পেয়ে যাবেন। অল্প দামে দারুন একটি মডেল হল Bajaj Platina 110।

Bajaj Platina 110 : ইঞ্জিন

এই বাইকে 115.45cc এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন রয়েছে। যা 8.6 bhp শক্তি ও 9.81 Nm টর্ক উৎপাদন করে। Bajaj Platina 110 প্রতি লিটারে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার মাইলেজ দেয়। ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এতে 11 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এই বাইকটির কার্ব ওয়েট 119 কেজি। এই বাইকটির রাইডিং রেঞ্জ 770 কিলোমিটার। এতে 50 মিলিমিটারের বোর আর 58.8 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।

Bajaj Platina 110: ফিচার্স

এই বাইকে হাইড্রলিক টেলিস্কোপিক ফোর্ক রয়েছে। এছাড়া কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে। Bajaj Platina 110-এ সামনের ও পিছনের চাকায় যথাক্রমে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ও 110 মিলিমিটারের ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া এই বাইকে অ্যানালগ ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, অ্যানালগ স্পিডোমিটর, ডিজিটাল ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, পাস লাইট ও ইলেকট্রিক স্টার্টের মতো বেশকিছু ফিচার্স রয়েছে।

Bajaj Platina 110: ডাইমেনশন

এই বাইকের দৈর্ঘ্য 2006 মিলিমিটার, প্রস্থ 741 মিলিমিটার, উচ্চতা 1100 মিলিমিটার, হুইলবেস 1255 মিলিমিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মিলিমিটার।

Bajaj Platina 110 বাইকের দাম

এই বাইকে 3 টি ভেরিয়েন্ট রয়েছে – Bajaj Platina 110 Drum, Bajaj Platina 110 Disc, Bajaj Platina 110 ABS। এছাড়া এই বাইকে আপনার 9 টি রং পেয়ে যাবেন।‌ বাইকটির দাম 68 হাজার 501 টাকা থেকে 79 হাজার 154 টাকার মধ্যে। এক ওয়েবসাইটের তথ্য অনুসারে, বাইক কিনতে ডাউন পেমেন্ট করতে হবে 7,657 টাকা।