বিখ্যাত চীনা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি CF Moto তাদের নতুন মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে। আন্তর্জাতিক মার্কেটে 420CL-C লঞ্চ হয়েছে। এটি সম্ভবত Kawasaki Eliminator 500 কে টক্কর দেবে।
CF Moto, 35 বছর ধরে সফলভাবে ব্যবসা করছে। 420CL-C বাইকে 449cc ইঞ্জিন রয়েছে। এতে আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। এই বাইকটির লুক একবার দেখলে আর চোখ ফেরানো মুশকিল।
CF Moto 420CL-C বাইকের ডিজাইন
সবার প্রথমে আমরা 420CL-C বাইকের ডিজাইন নিয়ে কথা বলব। বেশ আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে এই মডেলে। তবে এতে সাধারণ ক্রুজার বাইকের মতোই বডিওয়ার্ক রাখা হয়েছে। এক্ষেত্রে তেমন কোনো বিশেষত্ব নেই। এতে আপনারা সিঙ্গেল টোনে কালো রং আর ডুয়াল টোনে লাল ও সিলভারের কম্বিনেশন পেয়ে যাবেন।
CFMoto 450CL-C বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন
এই বাইকে গোলাকার হেডলাইট, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, কার্ভ রেয়ার ফেন্ডার আর ছোট সাইড প্যানেল রয়েছে। এছাড়া 420CL-C বাইকে বার এন্ড মিরর রয়েছে। এতে টিউব ফ্রেম রয়েছে। আর এই মডেলে USD ফোর্ক ও মনোশক সাসপেনশন রয়েছে। এতে CST ববার সহ 16 ইঞ্চির চাকা রয়েছে। বাইকটির সামনে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। এতে TFT ডিসপ্লে আর ডুয়াল চ্যানেল ABS রয়েছে।
CFMoto 450CL-C বাইকের বাইকের ইঞ্জিন
এই বাইকে 449cc লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। আর 270 ডিগ্রি ক্র্যাঙ্ক রয়েছে। 420CL-C বাইকে 9,000 rpm -এ 43.6 bhp শক্তি ও 6,250 rpm -এ 42 Nm টর্ক উৎপাদন করে। এতে স্লিপার ক্লাচ সহ 6 স্পিড গিয়ার বক্স রয়েছে।
CFMoto 450CL-C বাইকের দাম কত?
420CL-C বাইকটির দাম 5599 UK পাউন্ড অর্থাৎ প্রায় 6 লাখ টাকা।