Bike Loan

KTM 390 Adventure: অ্যাডভেঞ্চার বাইকের রাজা আসছে! পাহাড়ের বুক চিরে ছুটবে, দেখে নিন দাম কত

Aindrila Dhani

Published on:

ktm-390-adventure-two-variants-spotted

আবার KTM 390 Adventure-কে রোড টেস্টিং করতে দেখা গেছে। তবে এবার দুটি পৃথক ভেরিয়েন্ট সামনে এসেছে- একটি হল স্ট্যান্ডার্ড Adventure ভেরিয়েন্ট আর অপরটি হল Enduro ভেরিয়েন্ট। এই মডেলের স্পাই শট সামনে আসার পর আমরা মডেলটির হার্ডওয়্যার আর ডিজাইন সম্পর্কে বেশকিছু তথ্য জানতে পেরেছি।

   

KTM 390 Adventure-এর ফিচার্স

এই বাইকের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে টিউব আকৃতির LED DRL সহ প্রজেক্টর LED হেডলাইট সেট আপ রয়েছে। অপরদিকে KTM 390 Adventure Enduro ভেরিয়েন্টে খানিকটা আলাদা ও ছোটো LED হেডলাইট সেট আপ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই টল বিক রয়েছে। এতে ফ্রন্ট ফেন্ডার দেওয়া হয়নি। KTM 390 Adventure স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে সিঙ্গেল পিস স্কুপড ইউনিট রয়েছে।

আর KTM 390 Adventure Enduro ভেরিয়েন্টে ফ্ল্যাট সিট রয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে স্প্লিট গ্র্যাব রেইল রয়েছে। দুটি ভেরিয়েন্টেই ইঞ্জিন ক্র্যাশ গার্ড ও ব্যাশ‌ প্লেট রয়েছে। এছাড়া KTM 390 Adventure-এ রাইডিং মোড, ফুল ভিজিটাল TFT ডিসপ্লে,‌স্মার্টফোন কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি রয়েছে।

KTM 390 Adventure-এর ডিজাইন ও স্পেসিফিকেশন

KTM 390 Adventure Enduro-তে ব্লক প্যাটার্নের টায়ার রয়েছে। অপরদিকে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে ডুয়েল পারপাস রবার দেওয়া হয়েছে। এর সামনে 21 ইঞ্চির চাকা আর পিছনে 17 ইঞ্চির চাকা রয়েছে। এছাড়া KTM 390 Adventure-এর সামনে এডজাস্টেবল আপসাইড ডাইন ফোর্ক আর পিছনে মনোশক সাসপেনশন রয়েছে।‌ ব্রেকিং হার্ডওয়্যারে সিঙ্গেল ডিস্ক ব্রেক সহ ABS দেওয়া হয়েছে।

KTM 390 Adventure-এর ইঞ্জিন

এই বাইকে 399cc লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে।‌ যা 45.3 bhp শক্তি ও 39 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এছাড়া KTM 390 Adventure বাইকে বাই-ডাইরেকশনাল কুইক শিফ্টার দেওয়া হয়েছে।‌

KTM 390 Adventure-এর দাম

KTM 390 Adventure-এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম 3.5 লাখ টাকার কাছাকাছি হতে পারে। আর Enduro ভেরিয়েন্টের দাম 3.8 লাখ টাকার আশেপাশে হতে পারে। এই বাইকটির সাথে Royal Enfield Himalayan 450, BMW G310 GS আর Yezdi Adventure -এর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।