Honda সম্প্রতি তাদের নতুন স্কুটারের পেটেন্ট জমা করেছে। এই পেটেন্ট স্কুটারটি হল Stylo 160। এই মডেলটি ইন্দোনেশিয়াতেও লঞ্চ হয়েছে। আশা করা যাচ্ছে, Honda Stylo 160 উৎসবের মরশুম -এর আগেই ভারতের লঞ্চ হয়ে যাবে। এটি একটি নিও রেট্রো স্কুটার। তবে এতে বড় ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা। ভারতে Stylo 160 সরাসরি Yamaha Aerox 155 এর সাথে প্রতিযোগিতা করবে।
বর্তমান সময়ে স্কুটারের চাহিদা খুব বেড়ে গেছে। আগের সময় স্কুটার শুধু মেয়েরাই চালাত। কিন্তু আজ ছেলে থেকে মেয়ে লিঙ্গ নির্বিশেষে সকলেই চালান। কোম্পানিগুলি গ্রাহকদের জন্য ইউনিসেক্স মডেল আজকাল লঞ্চ করছে।
Honda Stylo 160 স্কুটারের ডিজাইন
আমরা আগেই জানিয়েছি এটি একটি নিও রেট্রো স্কুটার। এতে রয়েছে কার্ভি বডি প্যানেল আর গোলাকার আয়না। এছাড়া Honda Stylo 160 স্কুটারে হেক্সাগোনাল LED হেডলাইট, টেইল ল্যাম্প আর স্কাল্প্ট সিট রয়েছে।
Honda Stylo 160 স্কুটারের ফিচার
এই স্কুটারে স্মার্ট কী, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জিং পোর্ট বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া এতে আপনারা কম্বি ব্রেকিং সিস্টেম আর এন্টি-লক ব্রেকিং সিস্টেমের মধ্যে বাছাই করতে পারবেন।
Honda Stylo 160 স্কুটারের ইঞ্জিন
এই স্কুটারে 156.9cc লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 15.2 bhp শক্তি ও 13.8 Nm টর্ক উৎপাদন করে।
Honda Stylo 160 স্কুটারের ডাইমেনশন
এই স্কুটার এর সামনে ও পিছনে 12 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এছাড়া সামনে 110/90 টায়ার আর পিছনে 130/80 টায়ার রয়েছে। এই মডেলটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 151 মিলিমিটার আর সিটের উচ্চতা 768 মিলিমিটার।