ভারতে টু-হুইলারের চাহিদা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু কোম্পানি নতুন মডেল লঞ্চ করেছে। ভারতীয় বাজারে আপনারা বিভিন্ন দাম ও বিভিন্ন রেঞ্জের স্কুটার পেয়ে যাবেন। আজ তেমনই একটি স্কুটারের কথা আপনাদের বলব।
Ather Energy বিভিন্ন ধরনের স্কুটার নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করার চেষ্টায় রয়েছে। স্পোর্টি স্কুটারও লঞ্চ করেছে এই কোম্পানি। এবার তাদের পোর্টফোলিওতে যুক্ত করতে চলেছে নতুন ফ্যামিলি স্কুটারের। এই নতুন মডেলের একটি ভিডিও সম্প্রতি আমাদের সামনে এসেছে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে গেছে।
বেঙ্গালুরুর ইলেকট্রিক মবিলিটি সংস্থা Ather Energy বুঝতে পেরেছিল মানুষ এবার ভিন্ন ধরনের স্কুটার চাইছে। আর সেদিকেই টার্গেট করেছে এই কোম্পানি। ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটার থেকে শুরু করে পেট্রল চালিত স্কুটার, সব ধরনের মডেলই আপনারা দেখতে পেয়ে যাবেন। কিন্তু সবাই মিলে বসতে পারবে এমন মডেল চোখে পড়ে না। তাই Ather Energy এবার আনতে চলেছে ফ্যামিলি স্কুটার। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ভিডিওতে দেখা গেছে, এই নতুন মডেলটি 400 মিলিমিটার গভীর জলে কোন ব্রেকডাউন ছাড়াই চলছে। এই টেস্ট মডেলটিকে IP67 রেটিং দিয়েছে।
এছাড়া আর একটি ভিডিওতে দেখা গেছে, এই নতুন মডেলের ব্যাটারিকে 40 ফিট উচ্চতা থেকে ফেলা হয়েছে। তা সত্ত্বেও কিছু হয়নি। TVS iQube আর Ather Rizta-র ডিজাইনে বেশ খানিকটা মিল রয়েছে। প্রাথমিকভাবে এই দুটি মডেল একে অপরের প্রতিদ্বন্দ্বী। এছাড়া এতে রয়েছে LED DRL সহ হরিজন্টাল LED হেড লাইট। এই দুটি স্কুটারের টেইল লাইটের পজিশনও প্রায় একই রকম।
Ather Rizta স্কুটারে ফ্ল্যাট ফ্লোরবোর্ড, লম্বা সিট, বেশি আন্ডার সিট স্টোরেজ ইত্যাদি সুবিধা রয়েছে। এছাড়া এই মডেলে রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অবশ্য ভিডিওতে এই ডিসপ্লে ব্লার করে দেওয়া হয়েছিল। কিন্তু আশা করা যাচ্ছে এটি 7 ইঞ্চি TFT কালার টাচস্ক্রিন হবে। যেমন 450X মডেলে ছিল তেমনটাই হতে পারে, তবে 450S এর মতো LCD ইউনিট হবে না।
Ather Rizta ফ্যামিলি স্কুটারের ফিচার্স
এই স্কুটারে ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, গুগল ম্যাপ, মিউজিক কন্ট্রোল ইত্যাদি ফিচারস থাকতে পারে। এই মডেলের ইঞ্জিন সম্ভবত Ather 450S মডেলের মতোই হবে।
#AtherRizta and its IP67 rated battery pack are set to make a BIG SPLASH at #AtherCommunityDay24 on April 6.
Here’s a Rizta cruising through 400 mm of water. Safe to say your new family scooter is puddle-proof.#Ather #Battery #WaterResistant pic.twitter.com/PHWBzpFyj7— Swapnil Jain (@swapniljain89) March 19, 2024