Bike Loan

2024 Honda CB125R: বাইকের রাজা Honda-র নতুন স্পোর্টস বাইক! চোখ ধাঁধানো স্পোর্টি লুকের সঙ্গে ভরপর ফিচার

Aindrila Dhani

Published on:

2024-honda-cb125r-launch-date

গোটা ইউরোপীয় মার্কেটে Honda তাদের নতুন মডেল 2024 CB125R এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এই বাইক নিও স্পোর্টস ক্যাফের অন্তর্গত। বাইকটির ডিজাইন CB1000R মডেলের থেকে ধার করা হয়েছে।‌ নতুন আপডেটের ফলে 2024 CB125R বাইকটি গ্রাহকদের কাছে আরও বেশি পছন্দের হয়ে উঠবে বলে মনে করা যায়।

   

2024 Honda CB125R বাইকের সবথেকে বড় আপডেট হল- এটি Euro 5+ এমিশন নর্মস মেনে চলবে। ইউরোপে 2024 Honda CB125R বাইকটি প্রাথমিকভাবে A1 লাইসেন্স হোল্ডারদের টার্গেট করেছে। A1 লাইসেন্স 17 বছর থেকে 19 বছর বয়সী রাইডারদের জন্য। A1 লাইসেন্স কেবলমাত্র 125cc ইঞ্জিন ক্যাপাসিটির বাইক চালানোর জন্য ব্যবহার করা যায়।

এই বাইকের পাওয়ার আউটপুটের উচ্চতর সীমা হল 15 hp। 2024 Honda CB125R বাইকটি Euro5+ -এ আপগ্রেড হলেও এর পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি। এই বাইকে 5 ইঞ্চি TFT ফুল কালার ইন্সট্রুমেন্ট ডিসপ্লে আছে। আয়তাকার ঢালু ডিজাইন বাইকের ডিজাইন আর স্টাইলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। স্ক্রিনটি বাইকের একটি কোণে থাকার কারণে এতে দেখানো সব তথ্য খুব সহজেই চালক দেখতে পাবেন। এই ডিসপ্লেতে স্পীডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গেজ, ক্লক ও RPM দেখা যায়। TFT ডিসপ্লেতে একটি নতুন স্যুইচ যুক্ত করার কারণে এটি ব্যবহার করা আরও বেশি সহজ হয়েছে।

2024 Honda CB125R বাইকের রঙ

গ্রাহকদের রঙের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। কারণ 2024 Honda CB125R বাইকে চারটি রঙের অপশন রয়েছে। তবে যাঁরা অ্যাগ্রেসিভ লুকিং বাইক পছন্দ করেন তাঁরা সম্ভবত ম্যাট সাইনোস (Cynos) গ্রে রঙের অপশন বেছে নিতে পারেন। এছাড়া স্পোর্টি লুকের জন্য লিফ সী ব্লু মেটালিক আর স্প্লেন্ডর রঙের অপশন রয়েছে। এক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক ও আন্ডার সিট স্ট্রাকচারে যথাক্রমে নীল ও লাল রং ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনারা চাইলে পার্ল কুল হোয়াইট রঙেও বাইকটি কিনতে পারেন।

2024 Honda CB125R বাইকের পারফরম্যান্স ও স্পেসিফিকেশন

এই বাইকে 124.9 cc ওয়াটার কুল্ড 4 স্ট্রোক DOHC 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 14.95 PS শক্তি ও 11.6 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6 স্পীড গিয়ারবক্স। 2024 Honda CB125R বাইকটির ফুয়েল এফিসিয়েন্সি প্রতি লিটারে 45.5 কিলোমিটার। বাইকটির দৈর্ঘ্য 2025 মিলিমিটার, প্রস্থ 820 মিলিমিটার আর উচ্চতা 1055 মিলিমিটার। বাইকটির সিটের উচ্চতা 816 মিলিমিটার। এই মডেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার আর ওজন 130 কেজি।

ভারতে কবে লঞ্চ হবে 2024 Honda CB125R?

নিও রেট্রো বাইক হওয়ার কারণে 2024 Honda CB125R ভারতে লঞ্চ করা হতে পারে। তবে এখনও এই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। UK তে 2023 Honda CB125R এর দাম £ 4,249 অর্থাৎ প্রায় 4.48 লাখ টাকা। খুব শীঘ্রই 2024 Honda CB125R মডেলের দাম সামনে আনা হবে।