Bike Loan

রয়্যাল এনফিল্ড-কে টক্কর দিতে Yezdi-র নয়া বাইক! ফার্স্ট লুকেই ফিদা সবাই

Aindrila Dhani

Published on:

yezdi-streetfighter-334-launch-date

গত সপ্তাহে ডিলার ইভেন্টে Yezdi মোটরসাইকেলের কয়েকটি মডেল সামনে আনা হয়েছে। ওই একই ইভেন্টের ভিডিও এখন ইন্টারনেটে ঘোরাফেরা করছে। এই ভিডিও থেকে Yezdi Scrambler ও Yezdi Adventure বাইকের ফ্যাক্টরি কাস্টম ভার্সন সহ বেশ কয়েকটি মডেলের ব্যাপারে জানা গেছে।

এই ইভেন্টে লাল রঙের একটি বাইকের ওপর থেকে পর্দা সরানো হয়েছে। এটি আসন্ন Roadking 350 মডেল হতে পারে। আর ভিডিওতে বাঁদিকে যেই কালো রঙের বাইকটি দেখা গেছে সেটি Yezdi Roadking 500 হতে পারে। এতে লিকুইড কুলড মোটর ইউনিট থাকবে। খুব সম্ভবত এটি BSA এর 650cc ইঞ্জিনের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। BSA একটি প্রিমিয়াম ব্র্যান্ড আর Yezdi অ্যাক্সেস যোগ্য একটি ব্র্যান্ড। এই কারণে মডেলের দাম কম করতে ইঞ্জিন ক্যাপাসিটি কম রাখা হতে পারে। এই দিক থেকে বিবেচনা করলে 450-500cc ইঞ্জিন থাকতে পারে বাইকে।

   

আসল Roadking মডেলের মতো গোলাকার LED হেডলাইট ও LED ইন্ডিকেটর রয়েছে এই বাইকে। এছাড়া বেঞ্চ সিট , টুইন পড ইনস্ট্রেন্ট কনসোল, শ্লিক বক্সি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এতে LED টার্ন লাইট রয়েছে। টেলিস্কোপিক ও মনোশক সাসপেনশন রয়েছে এই মডেলে। সুরক্ষার জন্য দুদিকেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

Yezdi Streetfighter 334 নামে Yezdi Scrambler এর ফ্যাক্টরি কাস্টম মডেল সকলের সামনে আনা হয়েছে। Scrambler এর মতো 334 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে। এছাড়া টেলিস্কোপিক ফোর্ক আর গ্যাস চার্জড ট্যুইন রেয়ার শক অ্যাবজর্ভার যুক্ত করা হয়েছে। এই বাইকে USB চার্জিং পোর্টেরও সুবিধা পেয়ে যাবেন। এই ইভেন্টে Yezdi Adventure এর ফ্যাক্টরি কাস্টম ভার্সন Yezdi Adventure Rally Pro কে দেখানো হয়েছিল।

এতে এডজাস্টেবল স্টক সহ প্রিমিয়াম রেয়ার ভিউ মিরর রয়েছে। এছাড়া নবি টায়ার, ব্রেসড হ্যান্ডেলবার, বাঞ্জি হুক ইত্যাদি রয়েছে। Roadking 500 চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই বাইকের সাথে Hero Mavrick 440, Harley Davidson X440, Royal Enfield Classic 350, Triumph Speed আর QJ Motor SRC 500 -র প্রতিযোগিতা হতে পারে।