Bike Loan

TVS Zeppelin R: চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ ! সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে TVS এর নতুন ক্রুজার বাইক

tvs-zeppelin-r-launch-date-in-india

বর্তমান অটোমেকার ইন্ডাস্ট্রিতে TVS Motor এক বিখ্যাত নাম। এই কোম্পানির একাধিক মডেল আপনারা ভারতীয় রাস্তায় দেখতে পেয়ে যাবেন। ইলেকট্রিক টু-হুইলার হোক বা পেট্রোল চালিত টু-হুইলার, সব ধরনের মডেল তৈরি করে থাকে এই কোম্পানি। ভারতীয় রাস্তায় চার চাকার গাড়ির তুলনায় কিন্তু দু-চাকার গাড়িই বেশি দেখা যায়। আর দু-চাকার গাড়ির চাহিদাও এই দেশে আকাশ ছোঁয়া।

এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন বাইকের খোঁজ। এই মডেলটি সম্ভবত 2024-এর 27 শে মার্চ লঞ্চ হবে। আকর্ষণীয় লুকের এই বাইক দেখলে আপনারা আর চোখ সরাতে পারবেন। এই বাইকের চাকাতেও দুর্দান্ত লুকিং-এর ডিজাইন করা আছে। এই প্রতিবেদনে আমরা কথা বলছি TVS Zeppelin R-এর সম্পর্কে।

   

TVS Zeppelin R-এর ইঞ্জিন

এই নতুন বাইকে 220cc পেট্রোল ইঞ্জিন রয়েছে।‌ যা 18 bhp শক্তি আর 18.5 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া ইঞ্জিনের সাথে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন। এটি একটি ক্রুজার বাইক। এই বাইকে মাইল্ড হাইব্রিড টেকনোলজি ব্যবহার করা হয়েছে।‌ এই বাইকের পিছনে সিঙ্গেল মনোশক ইউনিট রয়েছে। এছাড়া অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে TVS Zeppelin R -এ‌। প্রতি লিটারে 44 কিলোমিটার পথ যেতে পারে এই ক্রুজার বাইক। এছাড়া এই বাইকের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 130 কিলোমিটার।

TVS Zeppelin R বাইকের প্রতিদ্বন্দ্বী

TVS Zeppelin R লঞ্চের পর Kawasaki W175, Royal Enfield Bullet 350, Royal Enfield Hunter 350, Earth Energy EV Evolve R, TVS ADV -র সাথে টু-হুইলার মার্কেটে প্রতিযোগিতা করবে।

TVS Zeppelin R বাইকের দাম

এখনও পর্যন্ত এই বাইকের সঠিক দাম জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে এই বাইকটির দাম 1 লাখ 50 হাজার টাকার মধ্যে হবে।