Honda CBR Fireblade: দীর্ঘ কয়েক বছর ধরে Honda ভারতীয় বাজারে সফলভাবে ব্যবসা করছে। এই কোম্পানি আজ ভারতীয়দের মন জিতে নিতে সক্ষম হয়েছে। এই কাজ কিন্তু অল্প সময়ে সম্ভব হয়নি। দীর্ঘ বছর ধরে অক্লান্ত পরিশ্রম আর ভালো পরিষেবার মাধ্যমে Honda এই বিশ্বাস অর্জন করতে পেরেছে।
সম্প্রতি লঞ্চ হয়েছে 2024 Honda CBR 1000 RR-R Fireblade। নতুন আপডেট সহ বাজারে চলে এসেছে এটি। বিশ্ববাজারে তো রমরমিয়ে বিক্রি হচ্ছে 2024 Honda CBR 1000 RR-R Fireblade। এই বাইকের আপডেটেড SP ভেরিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। যুক্ত করা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। আর পাশাপাশি যুক্ত করা হয়েছে দুর্দান্ত লুক।
2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকের ইঞ্জিন
2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকের মডেল SP ভেরিয়েন্টে আপনারা 999 cc লিকুইড কুল্ড, 4 ভালভ, 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ 218 hp শক্তি ও 113 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এই ইঞ্জিনের সাথেই রয়েছে 6 স্পিড গিয়ারবক্স সাপোর্ট। 2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকটি প্রতি লিটারে 15.4 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। এর কার্ব ওয়েট 200 কিলোগ্রাম। এই বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 299 কিলোমিটার। তাহলে বুঝতেই এর মাধ্যমে পারছেন খুব অল্প সময়ে আপনি নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। 2024 Honda CBR 1000 RR-R Fireblade 0 থেকে 100 কিলোমিটার/ ঘন্টা গতি তুলতে সময় নেয় মাত্র 2.9 সেকেন্ড। এতে রয়েছে 16.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি।
2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকের ফিচার
এই বাইকটির সামনে ডবল ডিস্ক ব্রেক ও পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এছাড়া ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সুবিধা পেয়ে যাবেন আপনারা। এতে রয়েছে টেকোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার এবং ওডোমিটার। এছাড়া রয়েছে USB চার্জিং পোর্ট, LED লাইটিং আর ABS লাইট। এছাড়া এই বাইকে টু মোটর থ্রেটল বু ওয়্যার সিস্টেম যুক্ত করা হয়েছে। এটিই এমন সিস্টেম যুক্ত Honda কোম্পানির প্রথম বাইক। এর কাজ মূলত থ্রেটল ভালভ খোলা ও বন্ধ করা। বাইকের অন্যান্য মেকানিকাল পার্টসের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে এটি। এর ফলে মাঝারি স্পিডে ভালো এক্সেলারেশন দিতে পারবে মডেলটি। এছাড়া কম থ্রেটলে ভালো নিয়ন্ত্রণ রাখা যাবে বাইকের উপর।
2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকের নতুন লুক
লুকের দিক থেকে খুব একটা বদল আনা হয়নি এই বাইকে। তবে নতুন উইংলেট যুক্ত করা হয়েছে। বাইকের বেস ভেরিয়েন্টে কালো রংয়ের USD রয়েছে। আর SP ভেরিয়েন্টে সোনালী রঙের USD সাসপেনশন দেওয়া হয়েছে।
2024 Honda CBR Fireblade বাইকের দাম
আপাতত কেবলমাত্র জাপানের বাজারেই 2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকটি পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় এর দাম 13 লাখ 75 হাজার টাকা থেকে 15 লাখ 75 হাজার টাকার মধ্যে। এটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।
2024 Honda CBR 1000 RR-R Fireblade বাইকের প্রতিদ্বন্দ্বী
এই বাইকটির প্রতিদ্বন্দ্বী হল- Aprilia RS V45, Kawasaki Ninja ZX-10R, Yamaha YZF R-1 ও Suzuki GSX-R1000R।