Bike Loan

বাহুবলি ইঞ্জিন, এডভান্স ফিচার সহ নবরুপে হাজির Bajaj Pulsar 125, দাম কত জেনে নিন

Aindrila Dhani

Published on:

Bajaj Pulsar 125

New Bajaj Pulsar 125 : নতুন বাইক কেনার আগে ইঞ্জিন থেকে শুরু করে ফিচারস আর দাম সবকিছু ভালোভাবে জেনে নিতে হয়। আপনাদের সুবিধার জন্য আমরা আজ New Bajaj Pulsar 125 বাইকের সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। তাই বাইক কেনার আগে আমাদের ওয়েবসাইটে নজর দিতে ভুলবেন না। শুরু করা যাক আজকের প্রতিবেদন।

   

Bajaj এর নাম শুনলেই ক্লাসিক লুকের মডেল আমাদের চোখের সামনে ভেসে ওঠে। Bajaj বরাবর নিজের বাইকের মাধ্যমে গ্রাহকদের মন জিতে এসেছে। আর যদি নাম আসে Bajaj Pulsar এর, তাহলে তো কথাই নেই। এই কোম্পানি এবার নিয়ে এসেছে New Bajaj Pulsar 125। আকর্ষণীয় লোকের এই নতুন মডেল প্রতি লিটারে 151 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

নতুন রূপে 2024 সালে কোম্পানি লঞ্চ করেছে New Bajaj Pulsar 125। এই নতুন মডেল এ আপনারা নতুন রং, নতুন ডিজাইন আর নতুন ইঞ্জিন পেয়ে যাবেন। বেশ কিছু বদল করা হয়েছে এতে। এখন প্রিমিয়াম লুকে পেয়ে যাবেন New Bajaj Pulsar 125। ইতিমধ্যে এই মডেলটি লঞ্চ হয়ে গেছে।

আরো পড়ুন: Honda CB125F : মধ্যবিত্তের সেরা পছন্দ, হন্ডার নতুন চমক, চটপট দেখে নিন দাম কত

এর পাশাপাশি আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। New Bajaj Pulsar 125 এর দাম আগের তুলনায় খুব একটা বাড়ানো হয়নি। আজকের প্রতিবেদনে New Bajaj Pulsar 125 মডেলটির সমস্ত তথ্য জানতে পারবেন। নিজের পরিষেবা আর আকর্ষণীয় লুকের কারণে অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যাবে এই মডেলটি।

New Bajaj Pulsar 125-র সম্পূর্ণ তথ্য

এই মডেলে খুব একটা পরিবর্তন করা হয়নি। তবে এতে আপনারা নতুন রং পেয়ে যাবেন। এই বাইকে Black আর Blue এর কম্বিনেশনে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। যে কারণে মডেল টিভি আকর্ষণীয় লাগছে। এতে আপনারা সিঙ্গেল হর্ন আর ফুয়েল ইনজেকশন পেয়ে যাবেন। এটি একটি air cooled ইঞ্জিন। এই বাইকটি E20 মডেল। New Bajaj Pulsar 125 বাইকে 11.5 লিটারের ফুয়েল ট্যাংক দেওয়া হয়েছে। এই ফুয়েল ট্যাংক এর রং Matte Black। এই বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।

New Bajaj Pulsar 125 বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, LED tail light, ফুয়েল গেজ, 5 স্পিড গিয়ারবক্স, এনালগ, ইন্ডিকেটর, হেডলাইট ও টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার বেগে ছুটতে পারবে এই বাইকটি। এর সামনে ডিস্ক ব্রেক আর পিছনের ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক।