2024 Yamaha NMAX 155: কলেজ আর অফিসে যাতায়াতের জন্য স্কুটার থাকলে বেশ সুবিধা হয়। অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। উপরন্তু পাবলিক ট্রান্সপোর্টে ধাক্কা খেতে হয় না। এখন যে সমস্ত স্কুটার বাজারে আসছে সেগুলি ছেলে-মেয়ে সবাই চালাতে পারবে। আপনি যদি নতুন স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।
এই প্রতিবেদনে আমরা ইয়ামাহার স্কুটার সম্পর্কে কথা বলব। ইয়ামাহা তার বাইকের জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার স্কুটারের পালা। আমরা কথা বলছি 2024 Yamaha NMAX 155-এর সম্পর্কে। এটি দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে। এর স্টাইলিশ ডিজাইন আর আরামদায়ক রাইডিং আপনাদের ভালো লাগবে। এতে ইউএসবি চার্জিং সাপোর্ট রয়েছে।
2024 Yamaha NMAX 155: ইঞ্জিন
কোম্পানি এই স্কুটারে 155 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফিউল ইনজেকটেড, BS6 পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 14.9 বিএইচপি শক্তি ও 13.5 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে অটোমেটিক ট্রান্সমিশনের সাহায্যে পেয়ে যাবেন।
2024 Yamaha NMAX 155: ফিচার্স
এই টু-হুইলারে আপনারা প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি 2024 Yamaha NMAX 155-এ ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করেছে। এছাড়া এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, এলইডি টার্ন সিগন্যাল, পিলিয়ন গ্র্যাব রেল, পিলিয়ন সিট, পিলিয়ন ফুট রেস্ট ইত্যাদি দেওয়া হয়েছে। তবে এটি এখনও লঞ্চ হয়নি।
2024 Yamaha NMAX 155: ডিজাইন
এটি পুরো ম্যাক্সি স্কুটারের মতো দেখতে। এই ধরনের মডেল ইউরোপ আর থাইল্যান্ডের রাস্তায় দেখা যায়। এতে লম্বা উইন্ড স্ক্রিন দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য ডুয়াল চ্যানেল ABS রয়েছে।
2024 Yamaha NMAX 155: দাম
এটি 2025-এ লঞ্চ হতে পারে। 2024 Yamaha NMAX 155-এর আনুমানিক দাম 1.60 লাখ টাকা থেকে 1.70 লাখ টাকার মধ্যে।