Bike Loan

2024 Yamaha FZS FI V4 DLX: সস্তাই স্টাইলিশ লুক! ইয়ামাহার ফাটাফাটি বাইক, দেখলেই কিনতে ইচ্ছে হবে

Aindrila Dhani

Published on:

2024-yamaha-fzs-fi-v4-dlx

India Yamaha Motor Private Limited তাদের স্ট্রিট ফাইটার মডেল FZS-S FI Version 4.0 DLX-এ নতুন রং লঞ্চ করেছে। এতে আপনারা 2 টি নতুন রংয়ের অপশন পেয়ে যাবেন। যথা:- আইস ফ্লুও ভারমিলিয়ন ও সাইবার গ্রিন। এই বছরের প্রথম দিকে নতুন রঙের মডেল ভারত মোবিলিটি এক্সপো-তে প্রদর্শন করা হয়েছিল।

এই 2 টি রং FZS-S FI Version 4.0 DLX-এ নতুনত্ব যোগ করেছে। আইস ফ্লুও ভারমিলিয়ন রঙে হোয়াইট রঙের ফুয়েল ট্যাঙ্ক রাখা হয়েছে। এতে আবার ব্ল্যাক ও অরেঞ্জ রঙের স্টিকার দেওয়া হয়েছে। আর চাকার রঙ রাখা হয়েছে গাঢ় অরেঞ্জ রঙের মধ্যে। সবমিলিয়ে বেশ পরিস্কার একটা লুক দিচ্ছে। অপরদিকে সাইবার গ্রিন রঙের মডেলকে খানিকটা বোল্ড রাখার চেষ্টা করা হয়েছে। এতে কন্ট্রাস্টের জন্য মিলিটারি গ্রিন রঙের ফুয়েল ট্যাঙ্ক ও টেইল সেকশন রাখা হয়েছে। আর ফ্লুরোসেন্ট ইয়েলোর মধ্যে চাকা রাখা হয়েছে।

   

এই রঙগুলি যুবকদের আকর্ষণ করবে বলেই মনে করছে কোম্পানি। নতুন 2 টি রং যুক্ত হওয়ার পর FZS-S FI Version 4.0 DLX এখন মোট 6 টি রঙে উপলব্ধ হবে। অন্যান্য রঙের অপশন হল- রেসিং ব্লু, ম্যাট ব্ল্যাক, ম্যাজেস্টি রেড ও ম্যাট গ্রে।

FZS-S FI Version 4.0 DLX-এর ইঞ্জিন

মেকানিকাল দিক থেকে FZS-S FI Version 4.0 DLX-এ কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই এই বাইকে 149cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 7,250 rpm-এ 12.4 bhp শক্তি ও 5,500 rpm-এ 13.3 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। এটি E20 ফুয়েলে চালানো সম্ভব। এতে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

2024 Yamaha FZS FI V4 DLX-এর ডাইমেনশন

এই বাইকের দৈর্ঘ্য 2,000 মিলিমিটার, প্রস্থ 780 মিলিমিটার ও উচ্চতা 1,080 মিলিমিটার। এই বাইকের সিটের উচ্চতা 790 মিলিমিটার আর হুইলবেস 1330 মিলিমিটার। এর ওজন 135 কেজি।

FZS-S FI Version 4.0 DLX-এর ফিচার্স

এই বাইকে ডিজিটাল ক্লক, ডিজিটাল স্পিডোমিটার, ইকো ইন্ডিকেটর, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ইত্যাদি ফিচার রয়েছে।

FZS-S FI Version 4.0 DLX-এর দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.29 লাখ টাকা।