ভারতে টু-হুইলার সেগমেন্টের রমরমা। এখানে বাইকের চাহিদা এতটাই বেশি যে প্রতিবছর কোম্পানিগুলি নতুন মডেল লঞ্চ করতে বাধ্য হয়। বছর ঘুরতে না ঘুরতে আবার চলে এসেছে অনেকগুলি নতুন বাইক। গত মাসেই লঞ্চ হয়েছে 7টি বাইক। আপনার বাজেট যদি 1 লাখ টাকার বেশি বা 5 লাখ টাকার কম হয়, তাহলে এই মডেলগুলি কিনতে পারেন।
ভারতে বাইক প্রেমীদের সংখ্যা অগণিত। তাঁদের মন ভালো করতে বেশ কিছু কোম্পানি লঞ্চ করেছে নতুন বাইক। নিজেদের প্রয়োজনীয়তা আর বাজেট বুঝে বেছে নিতে পারবেন পছন্দের মডেল। আজকের প্রতিবেদনে একটি বা দুটি নয়, কথা বলব 7টি বাইকের সম্বন্ধে।
Revolt RV400 BRZ
ইলেকট্রিক বাইক সেগমেন্টে দুর্দান্ত একটি মডেল হল Revolt RV400 BRZ। এই বাইকের শক্তিশালী ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা 30 মিনিট মতো সময় নেয়। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে Revolt RV400 BRZ নিশ্চিন্তে 150 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। ভারতে এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1.38 লাখ টাকা।
2024 Jawa 350
গত মাসে নতুন লুকে লঞ্চ হয়েছে 2024 Jawa 350। এটি Jawa 350-র আপডেটেড ভার্সন। শক্তিশালী ইঞ্জিন সহ এই বাইকের এক্স শোরুম দাম 2.15 লাখ টাকা।
Hero Xtreme 125R
দুর্ধর্ষ ডিজাইন সহ বাজার কাঁপাতে চলে এসেছে Hero Xtreme 125R। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। এই বাইকের এক্স শোরুম দাম 95 হাজার টাকা থেকে 99 হাজার 500 টাকার মধ্যে।
Honda NX500
এই অ্যাডভেঞ্চার বাইকে 17.5 লিটারের ফিউল ট্যাঙ্ক রয়েছে। Honda NX500-এর এক্স শোরুম দাম 5.90 লাখ টাকা।
Husqvarna Svartpilen 401
মারকাটারি লুক আর দুর্ধর্ষ গতিবেগ নিয়ে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে বিদেশি Husqvarna Svartpilen 401। এর এক্স শোরুম দাম 2.92 লাখ টাকা।
Kawasaki Eliminator
এই বাইকে রয়েছে 450cc-র শক্তিশালী ইঞ্জিন। গত বছর এর ওপর থেকে পর্দা সরানো হলেও, চলতি বছরের জানুয়ারিতে Kawasaki Eliminator লঞ্চ হয়েছে। এর এক্স শোরুম দাম 5.62 লাখ টাকা।
Royal Enfield Shotgun
640cc-র শক্তিশালী ইঞ্জিন সহ ভারতীয় বাজারে চলে এসেছে Royal Enfield Shotgun। এই স্পোর্টস বাইকের এক্স শোরুম দাম 3.59 লাখ টাকা থেকে 3.73 লাখ টাকার মধ্যে।