Bike Loan

2024 Suzuki Avenis 125: শখ পূরণ করার দিন চলে এসেছে! একেবারে জলের দরে নতুন স্কুটি নিয়ে বাজারে সুজুকি, মুগ্ধ করবে ফিচার

Aindrila Dhani

Published on:

2024-suzuki-avenis-125-launched-new-colour

Suzuki ভারতে 2024 Avenis 125 লঞ্চ করেছে। যার এক্স শোরুম দাম রেখেছে 92 হাজার টাকা। কোম্পানি 2024 সালের এই স্কুটারের জন্য হলুদ, সাদা, লাল এবং কালো সহ চারটি নতুন রঙের বিকল্প নিয়ে এসেছে।বেস কালার ছাড়াও এই পেইন্ট স্কিমগুলি আগের মডেলের থেকে আলাদা করে দেয় সাইড প্যানেল এবং সামনের অ্যাপ্রোনের ফাঙ্কি গ্রাফিক্স৷ এই ভিজ্যুয়াল মেকওভারের মাধ্যমে সুজুকি আরও বেশি GenZ রাইডারদের আকৃষ্ট করবে‌। ফলে এর শোরুমে লোক সমাগম বাড়াবে বলে আশা করা যাচ্ছে।

2024 Suzuki Avenis 125: ইঞ্জিন

2024 Avenis 125-কে অন্য সব দিক থেকে আগের মতোই রেখেছে কোম্পানি। এতে 124cc-র সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 6,750rpm-এ 8.5bhp শক্তি এবং 5,500rpm-এ 10Nm টর্ক তৈরি করতে টিউন করা হয়েছে৷ এই ইঞ্জিন একটি CVT ইউনিটের সাথে যুক্ত হয়।

   

2024 Suzuki Avenis 125: সেফটি ফিচার্স

এই স্কুটারের কার্ব ওয়েট 106 কেজি। এতে 12 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এছাড়া টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং মনোশক রেয়ার সাসপেনশন রয়েছে। ব্রেকিং ডিউটি সামলানোর জন্য এই স্কুটারে ডিস্ক ও ড্রাম ব্রেকের কম্বিনেশন যুক্ত করেছে কোম্পানি।

2024 Suzuki Avenis 125: ফিচার্স

Avenis 125-এ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। একবার সুজুকি রাইড কানেক্ট অ্যাপের মাধ্যমে রাইডারের স্মার্টফোনের সাথে কানেক্ট করা হলে, এটি পালাক্রমে নেভিগেশন এবং এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং কল অ্যালার্টের মতো সুবিধা প্রদান করবে। তাছাড়া এই স্কুটারে এলইডি হেডল্যাম্প এবং এলইডি টেইল ল্যাম্প, ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট অ্যান্ড কিল সুইচ, সাইলেন্ট স্টার্টার, সাইড স্ট্যান্ড ইন্টার লক, ইউএসবি সকেট এবং 21.8 লিটারের আন্ডার সিট স্টোরেজ ব্যবস্থা রয়েছে।