2024 Royal Enfield Classic 350: ক্রুজার বাইকের সেগমেন্টে ভারতীয় বাজারে সবথেকে বেশি Royal Enfield Classic 350 বিক্রি হয়। সম্প্রতি রয়েল এনফিল্ড তাদের এই বাইকটির আপডেটেড ভার্সন নিয়ে এসেছে। সম্পূর্ণ নতুন রূপে বাজারে পেয়ে যাবেন এটি। আগের তুলনায় আরো বেশি আধুনিক ফিচার পেয়ে যাবেন এই বাইকে। এছাড়া লুক ও মাইলেজ দুর্দান্ত।
আজকের প্রতিবেদনে আমরা 2024 Royal Enfield Classic 350-র সম্বন্ধে কথা বলব। এই বাইকে তিন বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দিয়েছে কোম্পানি। আগের তুলনায় আরো বেশি শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা। এই বাইক প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দেবে।
2024 Royal Enfield Classic 350: ইঞ্জিন
রয়েল এনফিল্ডের এই আপডেটেড বাইকে 349cc-র শক্তিশালী সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। যা 6100 rpm-এ 20.5 bhp শক্তি ও 27 Nm টর্ক উৎপাদন করতে পারে। মাইলেজের কথা বলতে গেলে, 2024 Royal Enfield Classic 350 প্রতি লিটারে 32 কিলোমিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
2024 Royal Enfield Classic 350: ফিচার্স
2024 Royal Enfield Classic 350-তে আপনারা আধুনিক ও অ্যাডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এতে থাকছে 3 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি। এই বাইকে অডোমিটার, স্পিডোমিটার, ডিজিটাল ফিউল গেজ, ইন্স্ট্রুমেন্ট কনসোল ইত্যাদি রয়েছে।
2024 Royal Enfield Classic 350: দাম
আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন তবে 2024 Royal Enfield Classic 350-র সম্পর্কে জেনে রাখুন। আপনারা মোটামুটি 2.33 লাখ টাকার অন রোড দাম দিয়ে এটি কিনতে পারবেন।