Bike Loan

2024 Honda CBR400R: আগুন লুকে হোন্ডার নতুন বাইক! 399 সিসি ইঞ্জিন, পাশ দিয়ে গেলে তাকানোর সুযোগ পাবেন না

Aindrila Dhani

Published on:

2024-honda-cbr400r-launch-date-in-india

বিশ্বের একটি বিখ্যাত টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হল Honda। এবার Honda এনেছে তাদের নতুন একটি মডেল। 400cc সেগমেন্টের এই মডেলে রয়েছে আকর্ষণীয় ফিচার। এটি হার মানিয়ে দেবে KTM আর Kawasaki কেও। জেনে নিন বিস্তারিত।

Honda জাপানি বাজারের জন্য 2024 CBR400R এর সংস্করণ বন্ধ করে দিয়েছে। এই মডেলটি মার্চ মাসের 21 তারিখে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়েছে। এর ডিজাইনে বেশ কিছু আপডেট আনা হয়েছে। Honda CBR1000RR-R এর মত এই মডেলেও হেড ল্যাম্পের আশেপাশে উইংলেট যুক্ত করা হয়েছে। এছাড়া এতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ 5 ইঞ্চি TFT ইন্সট্রুমেন্ট কনসোল যুক্ত করা হয়েছে। এতে আপনারা ফোন ধরার পাশাপাশি গান শুনতেও পারবেন। এই মডেলে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল।

2024 Honda CBR400R বাইকের ইঞ্জিন

2024 Honda CBR400R মডেলে ইঞ্জিন একই রাখা হয়েছে। এতে আপনারা আগের মতই 399cc প্যারালাল টুইন ইঞ্জিন পেয়ে যাবেন। যা 45.4 bhp শক্তি ও 38 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এছাড়া রয়েছে স্লিপ ও এসিস্ট ক্লাচ।

2024 Honda CBR400R বাইকের ডিজাইন

2024 Honda CBR400R বাইকে দুটি রংয়ের আবরণ দেওয়া হয়েছে। লাল ও সাদা রংয়ের ডিজাইনের ওপর রয়েছে নীল রঙের গ্রাফিক্স। এর সাথে আপনারা এই বাইকে ম্যাট ফিনিশে কালো রংয়ের অপশন পেয়ে যাবেন। আপাতত এই মডেলটি ভারতে লঞ্চ করা হবে না। তবে লঞ্চ হলে KTM RC 390, Yamaha YZF R3, Aprilia RS 457, Kawasaki Ninja 400 বাইকের সাথে প্রতিযোগিতা হবে 2024 Honda CBR400R-এর।

ভারতীয় বাজারে খুব তাড়াতাড়ি এই বাইক দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও এই বাইকের দাম সম্পর্কে সঠিক কোনো তথ্য আমরা পায়নি। জাপানে, Honda CBR400R এর প্রারম্ভিক মূল্য 863,500 ইয়েন (প্রায় 4.77 লাখ টাকা)।