Bike Loan

2024 Hero Passion Pro: নতুন অবতারে এন্ট্রি নিতেই বাজারে হইচই! ছুটবে তেলের গন্ধে, প্রতি মাসে 4 হাজার টাকার কিস্তি

Aindrila Dhani

Published on:

2024-hero-passion-pro-price

2024 Hero Passion Pro: নতুন আপডেট সহ লঞ্চ হতে চলেছে‌ Hero Passion Pro 2024। এতে আপনারা আপডেটেড ফিচার্স পেয়ে যাবেন। বর্তমানে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সবথেকে চাহিদা সম্পন্ন বাইক হল‌ Hero Passion Pro 2024। জেনে নিন বিস্তারিত।

Hero Motocorp বিখ্যাত একটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির একাধিক মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। তবে এই কোম্পানির মডেলগুলির দাম অনেকেরই আয়ত্তের বাইরে। ‌Hero Passion Pro একটি জনপ্রিয় মডেল। এবার আপনারা নিজেদের বাজেটের মধ্যে এটি কিনতে পারবেন।

   

2024 Hero Passion Pro-এর ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। আসলে বাইকের ইঞ্জিন শক্তিশালী হলে অর্ধেক বাজিমাত সেখানেই হয়ে যায়। এই বাইকে 109.5cc এয়ার কুল্ড, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OHC ইঞ্জিন রয়েছে। যা 7,500 rpm -এ 7 kW শক্তি ও 5500 rpm -এ 9 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের কম্প্রেশন রেশিও 10:01। এতে 9.7 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

2024 Hero Passion Pro-এর ফিচার্স

এই বাইকে ব্যবহৃত ফিচারের কারণে আপনি আরামদায়ক ও সুরক্ষিত রাইডিং উপভোগ করতে পারবেন। এতে রয়েছে অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টুইন্স ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাটা অফ ইঞ্জিন সুইচ, হেলমেট লকার, পাস লাইট সুইচ ইত্যাদি। এই বাইকে গিয়ার শিফ্টিং, পজিশন ইন্ডিকেটর, টপ-স্পীড রেকর্ডার, ভয়েস কন্ট্রোল এবং হ্যালোজেন লাইটের মত অনেক চমৎকার তথা বিলাসবহুল ফিচার পেয়ে যাবেন। হিরোর এই গাড়িতে দুটি রাইডিং মোড রয়েছে- ইকো এবং পাওয়ার।

2024 Hero Passion Pro-এর দাম

2024 Hero Passion Pro-এর এক্স শোরুম দাম 70 হাজার টাকা। তবে আপনাদের বাজেট কম হলে ফাইন্যান্স প্লেনে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে কম ডাউন পেমেন্ট দিয়ে প্রতি মাসে 4 হাজার 604 টাকা EMI জমা করতে হবে।