Bike Loan

2024 Bajaj Pulsar N160: পকেটে 25 হাজার টাকা থাকলেই বাজাজের ঝাঁ চকচকে বাইক! রাস্তায় নামালে ঘাড় ঘুরে তাকাবে সবাই

Aindrila Dhani

Published on:

2024-bajaj-pulsar-n160-price-2024

2024 Bajaj Pulsar N160: যুব সম্প্রদায়ের প্রথম ভালোবাসা বাইক। উঠতি বয়সের ছেলেদের মধ্যে বাইক নিয়ে বেশ ভালোই কৌতুহল চোখে পড়ে। অনেকেই নতুন বাইক কিনতে ও তার খোঁজ রাখতে পছন্দ করেন। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Bajaj Pulsar N160-র নতুন আপডেটেড ভার্সন সম্পর্কে।

ভারতীয় বাজারে চার চাকার গাড়ির তুলনায় দুই চাকার গাড়ির চাহিদা অনেক বেশি। আসলে আমাদের দেশের বেশিরভাগ রাস্তাঘাট সরু হওয়ার কারণে চার চাকা চালাতে অসুবিধা হয়। এই সমস্যা আবার দুই চাকার ক্ষেত্রে দেখা যায় না। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Bajaj Pulsar N160 ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে।

   

2024 Bajaj Pulsar N160: ইঞ্জিন

এই বাইকে 164.82cc-র অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8,750 rpm-এ 15.68 bhp শক্তি ও 6,750 rpm-এ 14.65 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইক প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 125 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া 1 লিটার পেট্রোলে Bajaj Pulsar N160 প্রায় 51 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

2024 Bajaj Pulsar N160: ফিচার্স

এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং সাপোর্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম ইত্যাদি রয়েছে। এছাড়া ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার, গিয়ার ইন্ডিকেটর, ফিউল গেজ, সার্ভিস ইন্ডিকেটর, স্ট্যান্ড অ্যালার্ট, ক্লক রয়েছে।

2024 Bajaj Pulsar N160: দাম

এই বাইকের অন রোড দাম 1.45 লাখ টাকা। তবে আপনারা চাইলে 25 হাজার টাকার ডাউন পেমেন্ট করে এটি বাড়ি নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে প্রতি মাসে 4,500 টাকা করে কিস্তি জমা করতে হবে।‌