Bike Loan

আগুন লুকে বাজার কাঁপাতে হাজির Pulsar N160! মুগ্ধ করবে বাইকের ফিচার

Aindrila Dhani

Published on:

2024-bajaj-pulsar-n160-new-colours

2024 Bajaj Pulsar N160: যুব সম্প্রদায়ের প্রথম ভালোবাসা বাইক। উঠতি বয়সের ছেলেদের মধ্যে বাইক নিয়ে বেশ ভালোই কৌতুহল চোখে পড়ে। অনেকেই নতুন বাইক কিনতে ও তার খোঁজ রাখতে পছন্দ করেন। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Bajaj Pulsar N160-র নতুন আপডেটেড ভার্সন সম্পর্কে।

অটোমেকার ইন্ডাস্ট্রিতে Bajaj Auto একটি বিখ্যাত নাম। বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানির বাইক আপনারা দেখতে পেয়ে যাবেন। ভারত সহ বিশ্বের বহু দেশে এই কোম্পানি ব্যবসা করছে। এই কোম্পানির অন্যতম বিখ্যাত মডেল হল Bajaj Pulsar N160। এবার বাজারে চলে এসেছে এই মডেলের নতুন আপডেটেড ভার্সন। এতে আপনারা দুটো নতুন রং -এর অপশন পেয়ে যাবেন। জেনে নিন 2024 Bajaj Pulsar N160 মডেলের নতুন আপডেট সম্পর্কে।

2024 Bajaj Pulsar N160-র নতুন আপডেট

Bajaj Auto সম্প্রতি 2024 Bajaj Pulsar N160 লঞ্চ করেছে। এই মডেল লঞ্চ হয়েছে ল্যাটিন আমেরিকার মার্কেটে। অন্যান্য আপগ্রেডের পাশাপাশি এই মডেলে দুটো নতুন রং যুক্ত করেছে কোম্পানি। এই রং দুটি কিন্তু বেশ আকর্ষণীয়। এর মধ্যে থেকে একটি গ্লসি ডুয়াল টোন কম্বিনেশনের ডার্ক ব্লু আর সিলভার সেডের মধ্যে রয়েছে। এই ভেরিয়েন্টটির ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন, হেডলাইট কাউল আর টেইল সেকশনে আবার রেড স্ট্রিকস্ দেওয়া হয়েছে। অপরদিকে আরেকটি ভেরিয়েন্টে ফুয়েল ট্যাঙ্ক আর ফ্রন্ট ফেন্ডার গ্রে রঙে রাখা হয়েছে। এছাড়া হেড ল্যাম্প, টেইল সেকশন, ট্যাংক এক্সটেনশন সব গ্রীন রঙে ম্যাট ফিনিশে রাখা হয়েছে।

2024 Bajaj Pulsar N160 বাইকের ফিচার্স

ভারতীয় ভার্সনের মতো 2024 Bajaj Pulsar N160 বাইকে নতুন ডিজিটাল কনসোল যুক্ত করা হয়েছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ নেগেটিভ LCD ড্যাশ রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য এই মডেলে ডুয়েল চ্যানেল এন্টি-লক ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

2024 Bajaj Pulsar N160 বাইকের ইঞ্জিন

এই বাইকে 164.82cc-র এয়ার ও অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 15.68 bhp শক্তি ও 14.65 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। রিপোর্ট অনুযায়ী, 2024 Bajaj Pulsar N160-এর কার্ব ওয়েট 152 কেজি হতে পারে। এছাড়া এতে 14 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এই বাইকে টিউবুলার ফ্রেম আর 17 ইঞ্চির চাকাও যুক্ত করা হয়েছে। এই মডেলে টেলিস্কোপিক ফোর্ক ও মনোশক সাসপেনশন রয়েছে। চালকের সুবিধার জন্য দুই চাকাতেই সিঙ্গেল ডিস্ক ব্রেক রাখা হয়েছে।

2024 Bajaj Pulsar N160: দাম ও প্রতিদ্বন্দ্বী

এই মডেলটি Hero Xtreme 160 4V, TVS Apache RTR 160 4V, Suzuki Gixxer ও Yamaha FZ FI-এর মতো বাইকের সাথে মার্কেটে প্রতিযোগিতা করবে। এই বাইকটির এক্স শোরুম মূল্য 1.33 লাখ টাকা।