Bajaj Auto-র Pulsar রেঞ্জে দুর্দান্ত কিছু মডেল রয়েছে। এবার 150cc সেগমেন্টে নতুন মডেল লঞ্চ করেছে এই কোম্পানি। 2 লাখ টাকারও কমে পেয়ে যাবেন নতুন 2024 Bajaj Pulsar। এতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি ও USB চার্জিং পোর্টের সুবিধা। জেনে নিন বিস্তারিত।
ভারতে লঞ্চ হয়েছে Bajaj Pulsar 150। এতে আপনারা নতুন গ্রাফিক্স দেখতে পাবেন। হেডলাইট কাওল, ফিউল ট্যাঙ্ক, ফিউল ট্যাঙ্ক এক্সটেনশন ও টেইল সেকশনে এই ডিজাইন করা হয়েছে। এছাড়া সাইড প্যানেলে পরিষ্কার লুকের কার্বন ফাইবারের স্টিকার যুক্ত করা হয়েছে। এই নতুন গ্রাফিক্স ডিজাইন Bajaj Pulsar 150-এর লুক অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে।
2024 Bajaj Pulsar 150-র ইঞ্জিন
Bajaj Pulsar 150-তে 149.5cc-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 8,500 rpm-এ 13.8 bhp শক্তি ও 6,500 rpm-এ 13.25 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।
2024 Bajaj Pulsar 150-র স্পেসিফিকেশন
এই বাইকে 17 ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে টিউবলেস টায়ার দেওয়া আছে। এছাড়া Bajaj Pulsar 150-তে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ডিসপ্লে রয়েছে। এতে আপনারা প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। এর পাশাপাশি মোবাইল সহ বিভিন্ন ডিভাইস চার্জ করার জন্য USB চার্জিং পোর্টের সুবিধা দেওয়া হয়েছে।
2024 Bajaj Pulsar 150-র প্রতিদ্বন্দ্বী
বেশ কয়েক বছর ধরে Bajaj Pulsar 150 অটোমোবাইল সেক্টরে রয়েছে। এখনও বেশ ভালো সংখ্যায় এটি বিক্রি হয়। প্রতিযোগিতার দিক থেকে, Bajaj Pulsar 150-এর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী Honda Unicorn।
2024 Bajaj Pulsar 150-র দাম
ভারতে Bajaj Pulsar 150-র দাম শুরু হয়েছে 1.13 লাখ টাকা থেকে।