Bike Loan

2024 Bajaj Pulsar 125: নতুন লুকে তাক লাগিয়ে দেবে! নতুন রুপে বাজারে আসতেই হইচই, মুগ্ধ করবে বাইকের ফিচার

Aindrila Dhani

Published on:

2024-bajaj-pulsar-125-price-2024

2024 Bajaj Pulsar 125: ভারতীয় বাজারে অটোমোবাইল সেক্টরের চাহিদা অনেক বেশি। এখানে একটার পর একটা মডেল লঞ্চ হয়েই চলেছে। এছাড়া বেশ কিছু বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে। বাজাজ অটোর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন! এবার এই কোম্পানি তাদের পালসার সিরিজের একটি দুর্দান্ত মডেলের আপডেটেড ভার্সন নিয়ে এসেছে। যাঁরা দীর্ঘদিন ধরে নতুন বাইক কেনার প্ল্যান করছেন, তাঁরা এই মডেলটি সম্পর্কে জেনে রাখতে পারেন।

আমরা কথা বলছি Bajaj Pulsar 125-এর আপডেটেড ভার্সন নিয়ে। ভারতে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার আগেই এই মডেলটি ফার্স্ট হয়ে গেছে। সামনে এসেছে এই বাইকের ছবি। 2024 Bajaj Pulsar 125-এ বেশ কিছু পরিবর্তন করেছে কোম্পানি। লুক আর ইঞ্জিন উভয় দিকেই পরিবর্তন করা হয়েছে।

   

2024 Bajaj Pulsar 125: লুক

সবার প্রথমে এই আপডেটেড ভার্সনের নতুন লুক আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। এতে নতুন ডিজাইনের অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে। বর্তমানে এটি 6 স্পোক ডিজাইনের পরিবর্তে 3 স্পোক ডিজাইন যুক্ত। এছাড়া রঙের দিক থেকেও নতুন আপডেট এসেছে। এই সম্পর্কে অবশ্য লঞ্চের পরেই জানা যাবে।

2024 Bajaj Pulsar 125: ইঞ্জিন

2024 Bajaj Pulsar 125-এ আগের মডেলের তুলনায় বেশ কিছু পরিবর্তন এসেছে, তার মধ্যে থেকে অন্যতম হল মেকানিক্যাল আপডেট। এতে এখন ফিউল ইনজেক্টটেড টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এখন থেকে আর বাজাজ পালসারের এই মডেলে পেটকক থাকবে না।

ভালো করে খেয়াল করলে দেখবেন, এই নতুন ভার্সনে DTS-i ব্যাজ দেয়নি কোম্পানি। তার মানে বোঝাই যাচ্ছে 2024 Bajaj Pulsar 125 টুইন স্পার্ক প্লাগ সেটআপ আর অফার করছে না। তবে আগের মত একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকে 125cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 10 bhp শক্তি ও 10.8 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।

2024 Bajaj Pulsar 125: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, 2024 Bajaj Pulsar 125 আগের মডেলের মতো রাখা হয়েছে। আগের মতোই এতে ব্রেকিং সেটাপ আর সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে। তবে এখন থেকে ইন্সট্রুমেন্ট কনসোলে এভারেজ ফিউল এফিশিয়েন্সি দেখা যাবে।

2024 Bajaj Pulsar 125: দাম

শোনা যাচ্ছে বাজাজ পুরনো মডেলটির তুলনায় 2024 Bajaj Pulsar 125-এর দাম খানিকটা বৃদ্ধি করতে পারে। এখন Bajaj Pulsar 125-এর এক্স শোরুম দাম 81 হাজার 414 টাকা।