নতুন স্পোর্টস বাইক নিয়ে হাজির হয়েছে Bajaj। এই কোম্পানির একাধিক বাইক আপনারা ভারতীয় রাস্তায় দেখে থাকবেন। Bajaj এর বাইক ভারতে বেশ বিখ্যাত। এবার Bajaj নিয়ে এসেছে তাদের 2024 Bajaj Avenger Street 160। জেনে নিন বিস্তারিত।
বাইক প্রেমিদের কাছে Bajaj সব সময় পছন্দের তালিকার প্রথম দিকেই থাকে। এবার 160cc সেগমেন্টে Bajaj এনেছে অ্যাডভেঞ্চার বাইক। এক লিটারে 45 কিলোমিটার মাইলেজ দেবে এটি।
2024 Bajaj Avenger Street 160 ইঞ্জিন ও স্পেসিফিকেশন
এই বাইকে রয়েছে 160cc এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভালভ টুইন স্পার্ক DTS-i ইঞ্জিন রয়েছে। যা 7000 rpm-এ 13.7 Nm টর্ক ও 8500 rpm-এ 14.79 bhp শক্তি উৎপাদন করে।
2024 Bajaj Avenger Street 160 বাইকের সেফটি ফিচারস
এই বাইকে হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক বেকিং সিস্টেম সহ বেশ কিছু সেফটি ফিচারস রয়েছে।
2024 Bajaj Avenger Street 160 বাইকের ডাইমেনশন
এই বাইকের সিটের উচ্চতা 737 মিলিমিটার আর কার্ব ওয়েট 156 কেজি। 2024 Bajaj Avenger Street 160 বাইকের উচ্চতা 1070 মিলিমিটার। এছাড়া এই মডেলের দৈর্ঘ্য 2210 মিলিমিটার, প্রস্থ 806 মিলিমিটার আর হুইলবেস 1490 মিলিমিটার। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 169 মিলিমিটার। এতে 13 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। আর সাথে রয়েছে 1 লিটারের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। এই বাইকের সামনে 17 ইঞ্চির চাকা আর পিছনে 15 ইঞ্চির চাকা রয়েছে। এছাড়া সামনে ও পিছনে যথাক্রমে 90/90 ও 130/90 টায়ার রয়েছে।
2024 Bajaj Avenger Street 160 বাইকের ফিচারস
এই ক্রুজার বাইকে পিলিয়ন ব্যাক রেস্ট, লো ব্যাটারি ইন্ডিকেটর, পিলিয়ন ফুট রেস্ট, স্ট্রিট কন্ট্রোল হ্যান্ডেল, ইঞ্জিন কিল সুইচ, সেমি ডিজিটাল কনসোল, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইলেকট্রিক স্টার্ট আর সিঙ্গেল ফিট রয়েছে। এই মোটরসাইকেলের সামনে ডবল অ্যান্টি ফ্রিকশন বুশ সাসপেনশন সহ টেলিস্কোপিক ফোর্ক রয়েছে। আর পিছনে রয়েছে টুইন শক অ্যাবজার্ভার সাসপেনশন।
2024 Bajaj Avenger Street 160 বাইকের প্রতিযোগী
এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল- JAWA 42 2.1, Keeway SR 250, Royal Enfield Bullet 350, Bajaj Avenger Cruise 220, Royal Enfield Hunter 350, Kawasaki W175, Royal Enfield Classic 350, Keeway SR 125 ইত্যাদি।
2024 Bajaj Avenger Street 160 বাইকের দাম
বর্তমানে ভারতে 2024 Bajaj Avenger Street 160 বাইকের দাম 1 লাখ 31 হাজার টাকা। আপনারা চাইলে এটি EMI তেও কিনতে পারবেন।