Honda CB500F: হোন্ডা একটি বিখ্যাত টু হুইলার প্রস্তুতকারী সংস্থা। এই কোম্পানি বহু বছর ধরে ভারতে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে চলেছে। এখানে বেশ রমরমিয়ে চলছে তাদের ব্যবসা। ভারতের রাস্তায় হোন্ডার বাইক আপনারা প্রায়ই দেখতে পেয়ে যাবেন। হোন্ডার 500সিসি সেগমেন্টের তৃতীয় মডেলটি হল Honda CB500F। যেটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এই সেগমেন্টে তাদের আরো দুটি বাইক রয়েছে, যথাক্রমে – CBR500R, CB500X। Honda CB500F মডেলটি CBR500R-এর নেকেড ভার্সন।
এই বাইকে 500সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। এতে নাইন পজিশন স্প্রিং প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি রয়েছে। এই বাইকটির কার্ব ওয়েট 190 কেজি। এতে আপনারা এন্টি লক ব্রেকিং সিস্টেমের অপশন পেয়ে যাবেন। তবে এটি অপশনাল। এটি দুটি রঙে উপলব্ধ হতে চলেছে। জেনে নিন Honda CB500F-এর ফিচার্স ও ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে।
Honda CB500F: ইঞ্জিন
এই বাইকে 500সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 ভালভ, BS6 পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 8500 আরপিএম-এ 47 বিএইচপি শক্তি ও 7000 আরপিএম-এ 43 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই বাইকে 15.7 লিটারের ফিউল ট্যাঙ্ক রয়েছে।
Honda CB500F: ফিচার্স
এই বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে লো ফিউল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর আর লো ব্যাটারি ইন্ডিকেটর। এর পাশাপাশি ইলেকট্রিক স্টার্ট ও পিলিয়ন ফুট রেস্ট পেয়ে যাবেন। বাকি ফিচার্স সম্বন্ধে বাইকটির লঞ্চ হওয়ার পরেই জানা যাবে।
Honda CB500F: ডাইমেনশন
এই বাইকের কার্ব ওয়েট 190 কেজি। Honda CB500F-এর সিটের উচ্চতা 790 মিলিমিটার। এই দুর্দান্ত বাইকটির দৈর্ঘ্য 2075 মিলিমিটার, প্রস্থ 780 মিলিমিটার আর উচ্চতা 1060 মিলিমিটার। এর হুইল বেস 1410 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 মিলিমিটার।
Honda CB500F: দাম
এই বাইকটি 4.8 লাখ টাকা থেকে 6 লাখ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এতে আপনারা কালো ও পার্ল হোয়াইট রং-এর বিকল্প পেয়ে যাবেন। এটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হতে পারে।