Bike Loan

LML Star: কিলার লুক সহ বাজারে আসবে এই স্টাইলিশ স্কুটার, রয়েছে ভরপুর ফিচারস, দাম মাত্র এই

Aindrila Dhani

Published on:

lml-star-electric-scooter-price

Ola S1 X কে টক্কর দিতে LML Star খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এতে PMSM মোটর রয়েছে। যদি নতুন ইলেকট্রিক স্কুটারের খোঁজে থাকেন তাহলে এই মডেলটি আপনাদের জন্য দারুন একটি বিকল্প হতে পারে। জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।

ভারতের রাস্তায় চার চাকার গাড়ির তুলনায় দু-চাকার গাড়ি বেশি দেখা যায়। অতিরিক্ত কার্বন নিঃসরণ রোধ করতে অনেকেই ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার শুরু করেছেন। তাই গ্রাহকদের চাহিদার জন্য বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা শুরু করেছে। এবার ভারতীয় বাজারে আসতে চলেছে LML Star।

LML Star ইলেকট্রিক স্কুটার এর স্পেসিফিকেশন

এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে PMSM মোটর। যা 38 Nm টর্ক উৎপাদন করতে পারে। LML Star ইলেকট্রিক স্কুটারের সামনে রয়েছে 90/90 টিউবলেস টায়ার সহ টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন আর পিছনে রয়েছে 90/90 টিউবলেস টায়ার সহ মনোশক সাসপেনশন। এই স্কুটারের সামনের ও পিছনের চাকার সাইজ 12 ইঞ্চি। এতে রয়েছে অ্যালয় হুইল।

প্রতি ঘন্টায় এই ইলেকট্রিক স্কুটারটি 85 কিলোমিটার পথ যেতে পারে। এর কার্ব ওয়েট 115 কেজি। LML Star মডেলের সিটের উচ্চতা 780 মিলিমিটার। সুরক্ষার জন্য এর সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এই স্কুটারে রয়েছে 4 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি রিমুভেবেল।

LML Star ইলেকট্রিক স্কুটার এর প্রতিদ্বন্দ্বী

বাজারে এই মডেলের প্রতিদ্বন্দ্বী হতে পারে- Vida V1, Ather 450X, Ola S1 X, Ola S1 Air, Ather 450S, Hero Electric Optima, BGauss D15, Ola S1 Pro ও Bajaj Chetak।

LML Star ইলেকট্রিক স্কুটার এর দাম

এই মডেলটি কেবলমাত্র একটি ভেরিয়েন্টে উপলব্ধ। ভারতে LML Star ইলেকট্রিক স্কুটার এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট এর দাম শুরু হচ্ছে 1 লাখ 36 হাজার টাকা থেকে।