Bike Loan

ঝাক্কাস ফিচার ও প্রিমিয়াম লুক! 177cc ইঞ্জিন নিয়ে বাজার দাপাতে চলে এসেছে কাওয়াসাকির নতুন মডেল Kawasaki W175

রাইডারদের হাই-পারফরম্যান্স যুক্ত বাইক উপহার দিতে Kawasaki তাদের কোম্পানি শুরু করে। মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন প্রস্তুত করে থাকে এই কোম্পানি। 1906 সাল থেকে এই কোম্পানি মার্কেট রয়েছে। পঞ্চাশের বেশি বড় শহরে এই কোম্পানির প্লান্ট রয়েছে। আজ আমরা Kawasaki-র একটি বাইকের সম্পর্কে কথা বলব।

Royal Enfield ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় একটি সংস্থা। এই সংস্থাকেই রীতিমতো টেক্কা দিচ্ছে Kawasaki। সম্প্রতি শক্তিশালী ইঞ্জিন, ঝাক্কাস ফিচার আর রেট্রো লুক সহ ভারতীয় বাজারে নতুন টু-হুইলার লঞ্চ করেছে Kawasaki। Kawasaki W175 দুর্দান্ত একটি মডেল। এতে রয়েছে 177cc ইঞ্জিন। জেনে নিন বিস্তারিত।

Kawasaki W175 বাইকের ডিজাইন

লুকের দিক থেকে গ্রাহকদের আকর্ষণ করবে Kawasaki W175। এতে ক্লাসিক রেট্রো লুক দেওয়া হয়েছে। এটি একটি প্রিমিয়াম কমিউটার বাইক। এতে আপনারা স্পেশাল এডিশন রেড রঙের অপশনে পেয়ে যাবেন। এতে রয়েছে কালো রংয়ের ইঞ্জিন কম্পনেন্টস আর এক্সজস্ট।

আরো পড়ুন: ধুম 3 বাইক লঞ্চ! নবপ্রজন্মের ঘুম কাড়তে বাজারে এলো নতুন বাইক, থাকছে চোখ ধাধানো ফিচারস

Kawasaki W175 বাইকের ফিচারস

এই বাইকে রয়েছে ঝাক্কাস কিছু ফিচার। Kawasaki W175 বাইকে এনালগ ওডোমিটার, ট্রিপমিটার, স্পিডোমিটার, টার্ন ইন্ডিকেটর, 65W হ্যালোজেন হেডলাইট, টিয়ার ড্রপ ফুয়েল ট্যাঙ্ক, রাউন্ড হেডলাইট, সাইট প্যানেল, রাউন্ড হেডলাইট, রাউন্ড টার্ন সিগনাল, সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 17 ইঞ্চির রিমস হুইলস ইত্যাদি ফিচার রয়েছে। এই মডেলটির সামনে telescopic fork আর পিছনে Hydraulic type dual rating spring shock absorber রয়েছে। এছাড়াও রয়েছে Single channel ABS।

Kawasaki W175 বাইকের ইঞ্জিন

এবার আমরা কথা বলব Kawasaki W175 বাইকের ইঞ্জিন সম্পর্কে। এই বাইকে রয়েছে 177cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন 13 Ps শক্তি ও 13.2 Nm টর্ক উৎপাদন করে। রেট্রো স্টাইল Kawasaki W175 বাইকে 5 স্পিড গিয়ারবক্স সাপোর্ট দেওয়া হয়েছে। এই বাইকটির ওজন 135 কেজি। এই বাইকে রয়েছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক। এর সিটের হাইট 790 মিলিমিটার।

Kawasaki W175 বাইকের ভেরিয়েন্ট ও দাম

এই বাইকটি আপনারা 4 পেয়ে যাবেন- W175 Ebony, W175 Candy Permission Red, W175 Metallic ও W175 Alloy wheel। এই ভেরিয়েন্টগুলির এক্স-শোরুম দাম যথাক্রমে 1 লাখ 22 হাজার 18 টাকা, 1 লাখ 24 হাজার 18 টাকা, 1 লাখ 31 হাজার টাকা ও 1 লাখ 35 হাজার টাকা। এই বাইকটির স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি 2 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত।