Bike Loan

স্কুটার জগতে তোলপাড় সৃষ্টি করতে আসছে Honda Activa 7G, শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ এ সবাই কে দেবে টেক্কা

Aindrila Dhani

Published on:

Honda Activa 7G

Honda Activa 7G: অটোমেকার সেক্টরে বেশ কিছু নতুন গাড়ি লঞ্চ হয়েছে। ভারতীয় স্কুটার সেক্টরে বিখ্যাত একটি কোম্পানি হল Honda। খুব শীঘ্রই এই কোম্পানি নতুন স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। আপনার জন্য খুশির খবর ভারতীয় বাজারে আসতে চলেছে Honda Activa 7G। এতে আপনারা পাবেন নতুন ইঞ্জিন। আর সাথে থাকবে বেশ কিছু দুর্দান্ত ফিচার। জেনে নিন বিস্তারিত।

Honda Activa 7G 2024 স্কুটারে বেশ কিছু নতুন চমক দেখতে পাবেন। এর আকর্ষণীয় লুক আপনাদের অবাক করে দেবে। এই স্কুটারে কিন্তু আধুনিক ফিচার দেখতে পাবেন। এই মডেলটিকে এডভান্স বানানোর চেষ্টা করা হয়েছে। এই স্কুটারে রয়েছে ডিজিটাল মিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রুপ মিটার এর মত সুবিধা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ডিজিটাল ওডোমিটারের মতো বেশ কিছু আধুনিক ফিচার। আপনারা যদি বাজেটের মধ্যে আধুনিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে এটি নিয়ে একবার ভেবে দেখতে পারেন।

এছাড়া Honda Activa 7G 2024 মডেলে 110 cc, fan cooled, 4 stroke ইঞ্জিন থাকতে পারে। যা 7.68 bhp শক্তি ও 8.79 Nm টর্ক উৎপাদন করবে। তবে দামের কথা বলতে গেলে আপনারা সম্ভবত বাজেট ফ্রেন্ডলি দামে এটি পেয়ে যেতে পারেন। এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে এই মডেলের দাম জানানো হয়নি। তবে সূত্র জানা যাচ্ছে, Honda Activa 7G মডেলটির দাম আনুমানিক 79 হাজার টাকা। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফীচারবিবরণ
ইঞ্জিন110cc ফ্যান কুলড 4-স্ট্রোক ইঞ্জিন
পাওয়ার7.68 বিএইচপি
টর্ক8.79 নিউটন মিটার
ডিজিটাল ফিচারডিজিটাল স্পিডোমিটার, ট্রিপ মিটার, অডোমিটার
আন্ডার সীট স্টোরেজবিস্তারিত স্টোরেজ ক্ষমতা
আনুমানিত মূল্যপ্রায় 79 হাজার টাকা