Bike Loan

Honda Activa 6G: মধ্যবিত্তের মনপসন্দ Honda Activa এবার নয়া অবতারে, মোবাইলের দামে কিনে ফেলুন এই স্কুটার

Aindrila Dhani

Published on:

honda-activa-6g-price

Honda Activa 6G: Honda তার বাইক ও স্কুটার এর জন্য গোটা বিশ্বে খ্যাতি লাভ করেছে। সম্প্রতি এই কোম্পানি তাদের নতুন স্কুটার Honda Activa 6G ভারতীয় বাজারে লঞ্চ করেছে। নিজের ফিচারস, শক্তিশালী ইঞ্জিন আর আকর্ষণীয় লুকের কারণে অল্প সময়েই গ্রাহকদের মন জিতে নিয়েছে এই মডেল।

আপনি যদি নতুন স্কুটার কিনতে চান, তাহলে বাজেট ফ্রেন্ডলি এই মডেলটি একবার দেখতে পারেন। এছাড়া নগদে কিনতে না চাইলে EMI তেও কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

   

Honda Activa 6G স্কুটারের শক্তিশালী ইঞ্জিন

এই স্কুটারে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এতে আপনারা আরামদায়ক রাই্ডিং উপভোগ করতে পারবেন। এতে রয়েছে 109.51 cc 4 স্ট্রোক IS ইঞ্জিন। যা 7.84 bhp শক্তি ও 8.90 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এতে রয়েছে অটোমেটিক গিয়ার বক্স। Honda Activa 6G স্কুটারে 5.3 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এই মডেল।

Honda Activa 6G স্কুটারের ফিচারস

ফিচারের দিক থেকে যেকোনো প্রিমিয়াম মডেলকে হার মানিয়ে দিতে পারে Honda Activa 6G । বাজেট ফ্রেন্ডলি নামে এতে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার আপনারা পেয়ে যাবেন। এই স্কুটারে রয়েছে LED DC হেডল্যাম্প, SP টেকনোলজি, আনলক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইঞ্জিন স্টার্ট-স্টপ সুইচ, সাইলেন্ট স্টার্ট, ব্রেকিং সিস্টেম ইত্যাদি।

Honda Activa 6G স্কুটারের দাম

আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি স্কুটারের খোঁজে থাকেন, তাহলে এটি দারুন একটি বিকল্প হতে পারে। Honda Activa 6G স্কুটারের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 75 হাজার 347 টাকা থেকে। এই মডেলের টপ ভেরিয়েন্ট এর দাম 81 হাজার 347 টাকা। যদি আপনার আর নগদে কিনতে না চান, তাহলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারেন। অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করলেই বাড়িতে আনতে পারবেন এই আকর্ষণীয় মডেলটি। যদি EMI তে কিনতে চান সেক্ষেত্রে 36 মাসের জন্য 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে 2 হাজার 601 টাকা জমা করতে হবে আপনাদের।