Bike Loan

Hero Splendor Plus Electric: মিলবে 240 কিমি মাইলেজ! বৈদুতিক বাইক হিসাবে বাজারে আসছে জনপ্রিয় Splendor Plus, দাম কত? জানুন

Gourav Mondal

Published on:

hero-splendor-plus-electric-bike-coming-soon-in-indian-with-240-km-mileage

আপনি কি আপনার বাজেটের মধ্যে একটি ইলেকট্রিক বাইক (Electric Bike) কেনার পরিকল্পনা করছেন? তাহলে একটু অপেক্ষা করে যান। কারণ Hero Motocorp ভারতের আনছে তাদের নতুন ইলেকট্রিক বাইক। হিরো তাদের জনপ্রিয় Splendor Plus-র পেট্রোল মডেলকে ইলেকট্রিক মডেলে (Hero Splendor Plus Electric) রূপান্তর করে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আজকের প্রতিবেদনে স্পেসিফিকেশন, ব্যাটারি, মাইলেজ সহ সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। 

   

Hero ভারতের বাজারে একটি জনপ্রিয় টু হুইলার নির্মাণকারী সংস্থা। এই সংস্থা খুব শীঘ্রই ভারতের বাজারে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করবে। Hero Splendor Plus Electric নামে এটি বাজারে আসবে। আগামী জুন মাসেই এটি বাজারে আসতে পারে। বাইকটিতে 9 kWh BLDC মোটর রয়েছে, যা এই বাইকটিকে মাত্র 7 সেকেন্ডে 0-40 কিমি/ঘন্টা গতিবেগ তুলতে সক্ষম হবে।

মোটর ও পাওয়ার

হিরোর এই নতুন ইলেকট্রিক বাইকটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে। কারণ এতে উচ্চ ক্ষমতায় সম্পন্ন 9 kWh মোটর থাকবে। বাইকটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 কিমি গতিতে পৌঁছাতে পারে। যদিও এই বাইকটি মাত্র 7 সেকেন্ডে 0-40 কিমি প্রতি ঘন্টা গতিবেগ তুলতে সক্ষম হবে। 

ব্যাটারি ও মাইলেজ

এই Hero Splendor Plus ইলেকট্রিক বাইকটি (Hero Splendor Plus Electric Bike) তিনটি ব্যাটারি ভেরিয়েন্টে আসবে। এটি আপনি আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন। স্যান্ডার্ড ব্যাটারি প্যাকটি 4 kWh যুক্ত, যা একবার চার্জে 120 কিমি মাইজেল দেবে। এর পরের ভেরিয়েন্টটি 6 kWh ক্যাপাসিটি যুক্ত, যা 180 কিমি মাইলেজ দিতে সক্ষম। এছাড়া এই বাইকের 8 kWh ক্যাপাসিটি যুক্ত ব্যাটারি ভেরিয়েন্টও রয়েছে, যা 240 কিমি  মাইলেজ (Hero Splendor Plus Electric Mileage) মিলবে।

হিরো স্প্লেন্ডার প্লাস বৈদুতিক বাইকের দাম

বাইকটিতে একসঙ্গে তিনজন বসে যেতে পারবে। বাইকটির ধারণ ক্ষমতায় 150 কেজি। এর পাশাপাশি এই বাইকের পিছনে ডিস্ক ব্রেক এবং সামনে ড্রাম ব্রেক রয়েছে। বাইকটিকে নতুন রেট্রো ডিজাইন দেওয়া হবে। এই বাইকটি ভারতের বাজারে বাজাজ চেতক ও ওলা ইলেকট্রিকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। দামের কথা বললে, বাইকটির এক্স-শোরুম মূল্য (Hero Splendor Plus Electric Price) 1.5 লাখ থেকে 1.6 লাখের মধ্যে থাকবে।