নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে Hero Motocorp। আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি দামে দুর্দান্ত বাইকের খোঁজে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য ভীষণ কাজের হতে চলেছে। Hero Motocorp নিয়ে এসেছে তাদের নতুন বাইক- Hero Passion XTEC। এতে আধুনিক ফিচারের সুবিধা যেমন পাবেন, তেমনই থাকছে শক্তিশালী ইঞ্জিন। এছাড়া আরামদায়ক সিটের ব্যবস্থা তো রয়েছেই।
Hero Motocorp গত কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানির বহু মডেল ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এবার 100cc সেগমেন্টে নতুন বাইক নিয়ে হাজির হয়েছে এই বিখ্যাত কোম্পানি। জেনে নিন বিস্তারিত।
Hero Passion XTEC বাইকের ইঞ্জিন
এই বাইকে স্টাইলিশ লুকের সাথে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। Hero Passion XTEC -এ 110cc -র BS6 ইঞ্জিন রয়েছে। যা 7,500 rpm -এ 9 bhp শক্তি ও 5,000 rpm -এ 9.79 Nm টর্ক উৎপাদন করে। কোম্পানি দাবি করছে, এই বাইক ভালো মাইলেজ দিতে সক্ষম। প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এই বাইক। ফলে আপনারা কোন সমস্যা ছাড়াই লং জার্নিতে যেতে পারবেন
Hero Passion XTEC বাইকের ফিচার্স
এই বাইকে আপনারা স্মার্ট ফিচার পেয়ে যাবেন। কোম্পানি এই সেগমেন্টে প্রথমবার প্রজেক্টর হেডল্যাম্পের ব্যবহার করেছে। যার ফলে রাতে অন্ধকার রাস্তায় যাতায়াত করার সময় আপনাদের অসুবিধা হবে না। এছাড়া আপনারা নিজেদের ডিভাইস কিন্তু এই বাইকের সাহায্যে চার্জ করতে পারবেন। কারণ এতে দেওয়া হয়েছে USB চার্জিং সাপোর্ট। এছাড়া আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি। ফলে বাইক ড্রাইড করার সময় SMS আর কলের নোটিফিকেশন ডিসপ্লেতে দেখতে পাবেন। Hero Passion XTEC বাইকে ডিজিটাল কনসোল দেওয়া হয়েছে। এতে আপনারা স্পিডোমিটারের সুবিধা পেয়ে যাবেন।
Hero Passion XTEC বাইকের ব্রেকিং সিস্টেম
এই বাইকে সুরক্ষার দিক থেকে কোন খামতি রাখেনি কোম্পানি। এতে আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একটি ভেরিয়েন্টের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আর অপর ভেরিয়েন্টের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেকের। আপনারা নিজেদের পছন্দ মতো ভেরিয়েন্ট বেছে নিতে পারবেন। এছাড়া এতে আরামদায়ক সিট ব্যবহার করা হয়েছে। ফলে ট্রাফিকে বেশিক্ষণ আটকে থাকলেও খুব একটা সমস্যা হবে না।
Hero Passion XTEC বাইকের দাম
আগেই বলেছি এই বাইকের দুটি ভেরিয়েন্ট। আর দুটি ভেরিয়েন্টের দাম কিন্তু ভিন্ন ভিন্ন। Hero Passion XTEC-এর ড্রাম ব্রেক ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 74 হাজার 590 টাকা আর ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য 78 হাজার 990 টাকা।