Bike Loan

2024 Hero HF Deluxe: দাম একেবারেই সাধ্যের মধ্যে! মাইলেজের রাজা আসছে বাজারে

ভারতীয় বাজারে টু-হুইলারের চাহিদা কিন্তু প্রচুর। বেশকিছু কোম্পানির বাইক আপনারা এখানে পেয়ে যাবেন। Hero Motocorp গত কয়েক বছর ধরে সফলভাবে আমাদের দেশে ব্যবসা করছে। এই কোম্পানির একটি বিখ্যাত মডেল হল- Hero HF Deluxe। এই মডেলের 2024 নতুন আপডেট আসতে চলেছে। খুব শীঘ্রই নতুন স্পেসিফিকেশন সহ 2024 Hero HF Deluxe মার্কেটে লঞ্চ হবে।

2024 Hero HF Deluxe-এ আপনারা দুর্দান্ত কয়েকটি ফিচার পেয়ে যাবেন।‌ এছাড়া এই মডেলের ডিজাইন বেশ আকর্ষণীয় রাখার চেষ্টা করেছে কোম্পানি। এই বাইকের দুই চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। জেনে নিন বিস্তারিত।

2024 Hero HF Deluxe-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

সবার প্রথমে আমরা 2024 Hero HF Deluxe-এর ইঞ্জিন সম্পর্কে কথা বলব। এই বাইকে আপনারা একাধিক ভেরিয়েন্ট পেয়ে যাবেন- 2024 Hero HF Deluxe Drum Kick cast, 2024 Hero HF Deluxe Drum self cast, 2024 Hero HF Deluxe self cast black ও 2024 Hero HF Deluxe i3S Drum self cast।

এতে 97.2cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8,000 rpm-এ 8.02 Ps শক্তি ও 6,000 rpm-এ 8.05 Nm টর্ক উৎপাদন করে। এই মডেল প্রতি লিটারে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এতে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, অ্যানালগ স্পিডোমিটার আর কিক স্টার্টের ফিচার রয়েছে।

2024 Hero HF Deluxe-র ফিচার্স

এই বাইকে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, সুইংগার্ম রেয়ার সাসপেনশন, 5 স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার রয়েছে। যার ফলে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। রাস্তায় চলার সময় কোনো অতিরিক্ত আওয়াজ, বাম্পার আর ভাইব্রেশন আপনাদের বিরক্ত করতে পারবে না। এছাড়া পা রাখার জন্য অতিরিক্ত জায়গা দেওয়া আছে। 2024 Hero HF Deluxe -এ ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। 5 বছর অথবা 70 হাজার কিলোমিটার পর্যন্ত আপনারা এই বাইকে ওয়ারেন্টি পেয়ে যাবেন।

2024 Hero HF Deluxe-র কালার

এই বাইকে আপনারা 8 টি রঙের অপশন পেয়ে যাবেন- ব্ল্যাক উইথ পার্পল, টেকনো ব্লু, নেক্সাস ব্লু, ব্ল্যাক উইথ স্পোর্টস রেড, গোল্ড, ক্যান্ডি ব্লেজিং রেড, হেভি গ্রে উইথ ব্ল্যাক ও হেভি গ্রে উইথ গ্রীন।

2024 Hero HF Deluxe বাইকের দাম কত

2024 Hero HF Deluxe-এর দাম 60 হাজার টাকার আশেপাশে থাকতে পারে। বাইকটি লঞ্চ হওয়ার পর সঠিক দাম জানা যাবে।